শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০

ড্যাফোডিল গ্রুপের পৃষ্ঠপোষকতায়

জুনে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ক্রিকেট লীগের সেমি-ফাইনাল

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
জুনে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ক্রিকেট লীগের সেমি-ফাইনাল

ঘূর্ণিঝড় রেমালের কারণে চলতি সপ্তাহে শুরু হলো না প্রিমিয়ার ক্রিকেট লীগের সেমি-ফাইনালের খেলাগুলো। আগামী মাসের ২য় সপ্তাহে শুরু হচ্ছে এই সেমি-ফাইনাল। সেমি-ফাইনালে ওঠা ৪টি দলের অংশগ্রহণে শেষ হবে এ লীগ। লীগের পৃষ্ঠপোষকতায় রয়েছে ড্যাফোডিল গ্রুপ। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির ব্যবস্থাপনায় ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছিলো প্রিমিয়ার (প্রথম বিভাগ) ক্রিকেট লীগ। এ লীগে অংশ নিয়েছিলো ২য় বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে খেলা দুটি দলসহ মোট ৮টি দল। জুন মাসের ২য় সপ্তাহে লীগের বাকি খেলাগুলোসহ ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।

প্রথম সেমি-ফাইনালে লড়বে আবাহনী ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট একাডেমী। অপরদিকে ২য় সেমি-ফাইনালে লড়বে টিম ডাকাতিয়া ও অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠন। লীগের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া ৪টি দল ছিলো শেখ কামাল স্পোর্টস একাডেমী রেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, পূর্ব শ্রীরামদী ক্লাব ও ক্রিকেট কোচিং সেন্টার। প্রথম রাউন্ডে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারসহ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ক’টি ক্লাবের ক্রিকেটারগণ খেলেছেন। লীগের সেমি-ফাইনালের খেলার তারিখ বেশ ক’বার করা হয়েছিলো। এর মধ্যে একবার দলের খেলোয়াড় না থাকায় দলগুলোর আপত্তি থাকায় এবং পরবর্তীতে রেমালসহ বিভিন্ন কারণে খেলাগুলো পিছানো হয়।

লীগের প্রথম রাউন্ডের খেলা শেষ হয় ২৪ ফেব্রুয়ারি। প্রথম রাউন্ডের খেলার শেষদিকে বৃষ্টির কারণে ক’টি দলকে পয়েন্ট ভাগাভাগি করে সেমি-ফাইনালে আসতে হয়। এরপর বৃষ্টি কিছুটা কমে গেলে সেমি-ফাইনালে ওঠা ৪টি দলকে নিয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে খেলায় অংশগ্রহণ করার জন্যে আমন্ত্রণ জানালেও দলগুলো খেলতে অস্বীকৃতি জানায়। তাদেরকে যেই তারিখগুলোতে খেলার জন্যে প্রস্তাব দেয়া হয়, অনেকদল সেই তারিখে খেলার জন্যে সাড়া না দেয়াতে আয়োজকরা পরবর্তীতে রমজান মাসে সেমি-ফাইনাল খেলার আয়োজন করার চেষ্টা করেছিলেন। কিন্তু অংশ নেয়া দলগুলোর অধিকাংশ ক্রিকেটারই জেলা দলের হয়ে কক্সবাজারে খেলার কারণে ঈদের আগে আর খেলা শুরু হয়নি। এমতাবস্থায় ঈদের পরপরই খেলার আয়োজন করার কথা ছিলো ক্লাবগুলোর সাথে আলাপ করে। এর মধ্যে চাঁদপুর স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের খেলা হওয়ার কারণে আর সেই ম্যাচ আয়োজন করা হয়নি। এরপর শুরু হয় সদর উপজেলা পরিষদের নির্বাচনি প্রচারণা। যাতে খেলার আয়োজকসহ ক্লাব কর্মকর্তারাও ব্যস্ত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেবের সাথে শনিবার এ প্রতিবেদকের মুঠোফোনে আলাপকালে তিনি জানান, মে মাসেই খেলাগুলো শেষ করার জন্যে আমরা তৈরি ছিলাম। চলতি সপ্তাহে খেলাগুলো শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু রেমেলের কারণে তা আবার পরিবর্তন করা হয়েছে।

জেলার ক্রিকেট লীগ নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক সাহেব আপনাকে ফোনে যে তারিখের কথা বলেছেন আশা করি সে সময়ের মধ্যে খেলাগুলো শেষ করবো। সেমি-ফাইনাল খেলা শেষ হওয়ার পরই আমরা ফাইনালের তারিখ নির্ধারণ করবো। ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি মহোদয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়