রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০

বাংলা চ্যানেল জয়ী মাসুমকে সংবর্ধনা দিলো ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নবাসী

ক্রীড়া প্রতিবেদক ॥
বাংলা চ্যানেল জয়ী মাসুমকে সংবর্ধনা দিলো ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নবাসী

বাংলা চ্যানেল জয়ী মাহমুদুল হাসান মাসুমকে সংবর্ধনা দিলো ঢাকাস্থ চাঁদপুর সদরের ১নং বিষ্ণুপুর ইউনিয়নবাসী। গত ২৩ মার্চ ঢাকার হোটেল সেন্ট্রাল ইন রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ইউনিয়নবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকায় অবস্থান করা বিষ্ণুপুরের সবাই একত্রিত হয়ে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্যে ২০২৩ সাল থেকে ইফতারের আয়োজনটি করে আসছেন আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক আঃ আজিজ খান বাদল, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর চুন্নু, ব্যবসায়ী আজিজুর রহমান পটু, ব্যবসায়ী শাহাবুদ্দিন প্রধানীয়া শাহীনসহ নানা শ্রেণী-পেশার প্রায় ১৫০ জন বিষ্ণুপুরবাসী। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মুফতি কাউসার আহমেদ চাঁদপুরী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষিবিদ মোস্তফা পাটোয়ারী, সমন্বয়কের দায়িত্বে ছিলেন তরুণ সমাজসেবক ব্যবসায়ী সোয়েব ইমরান। অনুষ্ঠানে ২০২৩ সালে বাংলা চ্যানেল সাঁতার সফলভাবে সম্পন্ন করার জন্যে বিষ্ণুপুরের কৃতী সন্তান মাহমুদুল হাসান মাসুমকে সংবর্ধনা দেয়া হয়। তার হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়