প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০
বাস্কেটবল প্রতিভা অন্বেষণ কর্মসূচি-২০২৪
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অংশ নেন ২০ জন খেলোয়াড়
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাস্কেটবল প্রতিভা অন্বেষণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সরকারি কলেজ বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে ৭দিনব্যাপী বাস্কেটবল প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান। ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন জাতীয় বাস্কেটবল প্রশিক্ষক ওয়াসিফ আলী।
প্রশিক্ষণে অংশ নেন চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নস্থ বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ১৫ জন ও চাঁদপুর বাস্কেটবল একাডেমির ৫ জন খেলোয়াড়। ২ মার্চ খেলোয়াড়দের মাঝে সনদ বিতরণ করা হয়। ২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে প্রশিক্ষণটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও ২৪ ফেব্রুয়ারি থেকে এর কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণে অংশ নেয়া বাস্কেটবল খেলোয়াড়রা হলেন : রাফি, মাহেরি হাসান, আরাফ আরাফাত, সাইফুল মিজি, আঃ রহমান, মাহিন হোসাইন, রাব্বি মিজি, সাব্বির, রাহাদ, আকাশ গাজী, আবির, সিয়াম, রিনাত আহমেদ, সিহাব মজুমদার, সিয়াম মিয়া, ফয়সাল, শ্রাবণ, মেহেদী ইসলাম, তাহমিদ ও আবরার খান। খেলোয়াড়দের মাঝে সনদ তুলে দেন প্রশিক্ষকসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ।
প্রশিক্ষণে অংশ নেয়া রাহাদ ও শ্রাবণ এ প্রতিবেদককে বলেন, প্রশিক্ষণটির মেয়াদ যদি আরো বাড়ানো হতো তাহলে আমাদের জন্যে আরেকটু ভালো হতো। আমরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান স্যারসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি যে, আগামীতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে যেনো একটু দীর্ঘমেয়াদী ব্যবস্থা করা হয়। আর প্রশিক্ষণে যেনো জাতীয় পর্যায়ের কোচকে প্রশিক্ষক হিসেবে রাখা হয়। বছরে একবার এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হলে জেলা ও উপজেলা থেকে নতুন নতুন অনেক বাস্কেটবল খেলোয়াড় এ খেলাতে অংশ নিতে আগ্রহ হবে।
প্রশিক্ষণের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও জেলা বাস্কেটবল দলের প্রধান সমন্বয়কারী মনোয়ার চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপ-কমিটির সম্পাদক ও সাবেক বাস্কেটবল খেলোয়াড় অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, চাঁসক ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, সাবেক বাস্কেটবল খেলোয়াড় লায়ন মাহমুদুল হাসান বিপু, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক স্বপন কুমার সাহা, জেলা দলের কোচ আকরামুল হাসানাত ঐশী ও টিম ম্যানেজার রনি কুড়ি। যদিও উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের ব্যানারে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি (প্রশাসনিক কর্মকর্তা)-এর নাম থাকলেও মাঠে এ অতিথিকে দেখা যায়নি।