শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০

শাহরাস্তি ক্রিকেট একাডেমির

প্র্যাকটিস নেট বক্স সংস্কার করার দায়িত্ব নিলেন ইঞ্জিঃ মকবুল হোসেন পাটোয়ারী

ক্রীড়া প্রতিবেদক ॥
প্র্যাকটিস নেট বক্স সংস্কার করার দায়িত্ব নিলেন ইঞ্জিঃ মকবুল হোসেন পাটোয়ারী

শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্র্যাকটিস নেট বক্স সংস্কার করে দিবেন শাহরাস্তির কৃতী সন্তান ইঞ্জিঃ মকবুল হোসেন পাটোয়ারী।

গত শনিবার বিকেলে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনি শাহরাস্তি ক্রিকেট একাডেমি পরিদর্শন করেন এবং খেলাধুলার ব্যাপারে অনুপ্রেরণা দেন। এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা ও ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠুসহ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্রিকেটাররা।

সাদ্দাম হোসেন মিঠু এ প্রতিবেদককে বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী স্যারকে আমাদের একাডেমি পরিদর্শন করার জন্যে এবং আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যে। আমাদের একাডেমির প্র্যাক্টিস নেট বক্সটি সংস্কার করা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু এটি ব্যয়বহুল হওয়ার কারণে আমাদের পক্ষে সংস্কার করা সম্ভব হয়নি। স্যার আমাদের নেট বক্সটি সম্পূর্ণ নিজ উদ্যোগে সংস্কার করে দিবেন বলে আমাদের কথা দিয়েছেন। এজন্যে তার কাছে আমরা চির কৃতজ্ঞ। আমি আরো ধন্যবাদ জানাই আমাদের এলাকাবাসীকে এবং আমার সকল খেলোয়াড় ভাইকে যারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন ভালো কিছু করার জন্যে। ঈদের পরে আমাদের দুদিনব্যাপী ট্যালেন্ট হান্ট কর্মসূচি শুরু হবে তিনটি উপজেলাকে নিয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়