প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
প্রীতি ক্রিকেট ম্যাচে চাঁদপুর ও ঢাকার ’৯৪ বন্ধুরা
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয় চাঁদপুর ও ঢাকা গ্লোরিয়াসের ’৯৪ ব্যাচের বন্ধুরা। ম্যাচটিতে জয় পায় ঢাকার দলটি। দিনব্যাপী এ ক্রিকেট ম্যাচে অংশ নেন ব্যাচের বন্ধুরা। এক সময় যারা বিভিন্ন দলের হয়ে ও নিজ জেলা দলের হয়ে মাঠ মাতাতেন বিভিন্ন স্থানে, তাদেরকে এদিন দেখা যায় উঠতি বয়সী ক্রিকেটারদের মতো ক্রিকেট খেলতে। বোলাররা যেমন পেস ও স্পিন বোলিং করেছেন এবং ব্যাটসম্যানরাও তাদের কাভার ড্রাইভ, স্টেট ড্রাইভসহ বাউন্ডারি হাঁকিয়েছেন। মাঠে দেখতে আসা তাদের পরিবারের সদস্যরাও তাদেরকে খেলার জন্যে সাপোর্ট দিয়েছেন।
শহীদ দিবস উপলক্ষে দুদলের খেলোয়াড়রাই শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে মাঠে চলে আসেন। দিনব্যাপী খেলাশেষে পরিবারের সদস্যদের নিয়ে পুরস্কার বিতরণ ও অ্যাপায়নের ব্যবস্থা চলে স্টেডিয়ামে। বৃষ্টির জন্যে খেলার পরের অংশ প্যাভিলিয়নে আয়োজন করা হয়। বন্ধুদের আড্ডাসহ বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেয় রাজধানী ঢাকা ও ইলিশ নগরী চাঁদপুরের ২ শতাধিক শিক্ষার্থী। বিকেলে জয়ী ও বিজয়ী দলের মাঝে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেয়া হয়।
ঢাকা গ্লোরিয়াস দলের অধিনায়ক এনামুল হক জুয়েলের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, আমরা বন্ধুরা সবাই বিভিন্ন পেশার সাথে জড়িত রয়েছি। ব্যাচের বন্ধুদের নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়ে থাকে। ভাষার মাসে আমরা চাঁদপুর জেলার বন্ধুদের জানাই যে, ২১ ফেব্রুয়ারি আমরা চাঁদপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলবো। এজন্যে আমরা ঢাকার বেশ ক’জন বন্ধু চাঁদপুরে চলে আসি। এখানে ক্রিকেট খেলাসহ পরিবারের সদস্যদের নিয়ে একত্রিত
হই। খুব ভালো লেগেছে চাঁদপুরের মাঠটি। এ মাঠটি খেলাধুলার জন্যে ভালো একটি মাঠ। আর আতিথেয়তার দিক থেকে চাঁদপুরের বন্ধুরা তো অনেক এগিয়ে। সুযোগ পেলে আবার চলে আসবো ইলিশের শহরে।
চাঁদপুর দলের ক্রিকেটার মজু রাসেল ও শান্ত এ প্রতিবেদককে বলেন, আমরা আমাদের জেলার বন্ধুদের নিয়ে ঢাকাতে এর আগে গিয়ে খেলে এসেছি। আমরা ঢাকার বন্ধুদেরকে চাঁদপুরে এসে খেলার জন্যে আমন্ত্রণ জানাই। চাঁদপুরে আমাদের দলে যারা খেলেছেন, এরা এই মাঠেই জেলার বিভিন্ন ক্লাবের হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগসহ অনেক টুর্নামেন্টেই খেলেছেন। অনেক দিন পর বন্ধুদের নিয়ে এ ধরনের আয়োজন করতে পেরে খুব ভালো লেগেছে। শুধু খেলাধুলায় নয়, সকলের সাথে সকলের সম্পর্ক রাখার জন্যে সারা দেশব্যাপীই আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
চাঁদপুর দল : মজু রাসেল, রতন, শান্ত, জয়নাল, সোহেল, সোহেল (২), মসি, ইউসুফ, ফেরদৌস, টিটু ও সুমন ঘোষ।
ঢাকা গ্লোরিয়াস : জুয়েল, মামুন, জাহিদ, জাহিদ কবির, সাফা, রায়হান, রুশো, অহিদ, পন, আকতার, তপু, সবুজ, তমাল ও ওয়াদুদ।