শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

৩ মার্চ থেকে চাঁদপুরে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

ক্রীড়া প্রতিবেদক ॥
৩ মার্চ থেকে চাঁদপুরে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

আগামী ৩ মার্চ রোববার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে চাঁদপুরের ভেন্যুতে খেলবে নরসিংদী, সাতক্ষীরা, বাগেরহাট ও ঢাকা জেলা ক্রিকেট দল। প্রতিযোগিতার ব্যবস্থাপনায় থাকবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৪২তম ক্রিকেট চ্যাম্পিয়নশীন ট্রায়ার-১-এর সূচি অনুযায়ী জানা যায় যে, ৩ মার্চ চাঁদপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামবে নরসিংদী বনাম বাগেরহাট, ৪ মার্চ সাতক্ষীরা বনাম ঢাকা, ৬ মার্চ নরসিংদী বনাম ঢাকা, ৭ মার্চ সাতক্ষীরা বনাম বাগেরহাট, ৯ মার্চ নরসিংদী বনাম সাতক্ষীরা এবং ১০ মার্চ ঢাকা

বনাম বাগেরহাট জেলা ক্রিকেট দল।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের খেলা আমাদের ভেন্যুতে পড়েছে। এখানে রাজধানী ঢাকাসহ আরো ৩টি জেলা ক্রিকেট দল খেলবে। আমরা তাদের খেলার জন্যে মাঠ প্রস্তুত রেখেছি। চাঁদপুরে খেলতে আসা দলগুলোর সকল কিছুর ব্যাপারে সকল ধরনের সহযোগিতা থাকবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং জেলার ক্রিকেট কোচ শামিম ফারুকীর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, সারাদেশেই একই নিয়মে বিভিন্ন ভেন্যুতে খেলা শুরু হচ্ছে। প্রতিটি দলেই স্ব স্ব জেলার ক্রিকেটাররা খেলতে পারবেন। এ ধরনের প্রতিযোগিতা থেকেই ভবিষ্যতে অনেক ক্রিকেটার জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। আমাদের চাঁদপুরের দলটিও এ প্রতিযোগিতায় মৌলভীবাজার স্টেডিয়াম গিয়ে খেলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়