শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ট্রায়ার-১

মৌলভীবাজারে ৩টি দলের সাথে অংশ নেবে চাঁদপুর জেলা

ক্রীড়া প্রতিবেদক ॥
মৌলভীবাজারে ৩টি দলের সাথে অংশ নেবে চাঁদপুর জেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বিভিন্ন বিভাগে শুরু হয়েছে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ট্রায়ার-১ প্রতিযোগিতা। মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ৩ মার্চ চাঁদপুর জেলা ক্রিকেট দল প্রথম ম্যাচ খেলতে নামবে খুলনা জেলা ক্রিকেট দলের সাথে। চাঁদপুর জেলা মৌলভীবাজার স্টেডিয়ামে ৩টি দলের সাথে অংশ নিবে। দলগুলো হলো : খুলনা, জয়পুরহাট ও শরীয়তপুর। এবার চাঁদপুর জেলা দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ফরিদগঞ্জের মাহমুদুল হাসান জয়

ও বিপিএলে মাঠ মাতানো ক্রিকেটার কচুয়ার মেহেদী হাসান রানাসহ ঢাকার বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা ।

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে জেলা ক্রিকেট দলের অনুশীলন শুরু হয়েছে সোমবার থেকে। জেলা দলের যারা দায়িত্বে রয়েছেন নবাগত হিসেবে তাদের কাছে দলের প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের তালিকা জানতে চাইলে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না ক্রিকেটারসহ ক্রীড়া সাংবাদিকরা। জানতে জানা যায়, এখন পর্যন্ত যারা জেলা দলের হয়ে মূল একাদশে খেলবেন সেই ক্রিকেটারদের তালিকাও তারা দিতে পারছেন না। চাঁদপুর জেলা ক্রিকেট দল ৭ মার্চ খেলবে জয়পুরহাট এবং ১০ মার্চ খেলবে শরীয়তপুর জেলা ক্রিকেট দলের বিপক্ষে।

বিভিন্নজনের সাথে আলাপ করে জানা যায়, জেলা পর্যায়ে প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন : সাদ্দাম হোসেন, হানিফ ঢালী হীরা, মাহমুদুল হাসান জয়, মাসুদ মোল্লা, মেহেদী হাসান, ফাহিম আশরাফ, মাইনুল ইসলাম শাওন, আল রাহাত সাকিব, সাফিন, সাখাওয়াত, তোফায়েল, তোফায়েল শাকিল, নাইম, সাকিব, ফজলে রাব্বি, সাইদুল ইসলাম, সাইফুদ্দিন খান, তোফায়েল মাল, ওমর শরীফ রিয়াদ, শাহেদ, মহিবুল, অনুরাগ ,ফাহাদ, কবির, তন্ময়, ইউনুছ ও মেহেদী হাসান রানা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়