শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ভাষা শহীদদের স্মরণে ক্লেমন ক্রিকেট একাডেমী চাঁদপুরের ৬ দলের খুদে ক্রিকেটারদের নিয়ে ম্যাচ

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
ভাষা শহীদদের স্মরণে ক্লেমন ক্রিকেট একাডেমী চাঁদপুরের ৬ দলের খুদে ক্রিকেটারদের নিয়ে ম্যাচ

ভাষা শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ক্লেমন ক্রিকেট একাডেমী চাঁদপুরের ৬টি দলের ক্রিকেটারদের নিয়ে আয়োজন করেছে ক্রিকেট ম্যাচ। চাঁদপুর স্টেডিয়ামে সকাল ৯টা থেকে এ ক্রিকেট ম্যাচ শুরু হয়। একাডেমীর খুদে ক্রিকেটারদের নিয়ে এ ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচ চলাকালীন দেখা যায় সন্তানদেরকে ক্রিকেট খেলায় উৎসাহ দেয়ার জন্যে তাদের বাবা ও মা সহ পরিবারের অন্য সদস্যরা রোদের মধ্যে মাঠে দাঁড়িয়ে থেকে তাদের খেলা উপভোগ করেছেন। খেলা শেষে একাডেমীর মাঠেই অংশ নেয়া ক্রিকেটারদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।

এদিন সকালে একাডেমীর বিভিন্ন বয়সী ক্রিকেটারদের নিয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও ক্রিকেট কোচ শামিম ফারুকী। উপস্থিত ছিলেন কোচ পলাশ কুমার সোম, রাজনসহ একাডেমীর অন্য কর্মকর্তাগণ। ক্রিকেট ম্যাচের ৬টি দলের নামও রাখা হয় ভাষা শহীদদের নামে। দলগুলো হলো : আবুল বরকত ক্রিকেট দল, আব্দুল জব্বার ক্রিকেট দল, রফিকউদ্দিন আহমেদ ক্রিকেট দল, আবদুস সালাম ক্রিকেট দল, সফিকুর রহমান ক্রিকেট দল ও অহিউল্লা ক্রিকেট দল। দলগুলোতে অংশ নেয়া সকল ক্রিকেটারের বয়স ছিলো ৭ থেকে ১২ বছরের মধ্যে।

খেলা দেখতে আসা খুদে ক্রিকেটার আশফাক চৌধুরীর বাবা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী এ প্রতিবেদককে বলেন, জেলা শহরের এ একাডেমীটিতে বিভিন্ন বয়সী অনেক ক্রিকেটারই নিয়মিত অনুশীলন করে। আমি আমার ছেলেকে এ একাডেমীতে ভর্তি করিয়েছি খেলা শেখানোর জন্য। আজ ক্রিকেট খেলা দেখতে আমি ও আমার স্ত্রীসহ অনেক বাচ্চার মা-বাবা এসেছেন। দিনটি একটি ভালো দিন। এদিনে শহীদদের স্মরণ করে রাখার জন্যে তাদের নামে খুদে ক্রিকেটারদের নিয়ে যে খেলার আয়োজন করেছে তাতে সত্যিই খুব ভালো লাগছে। এই একাডেমির ক্রিকেটারই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে চাঁদপুরের প্রতিনিধিত্ব করছে। একাডেমীর কর্মকর্তা ও খেলোয়াড়দের শৃঙ্খলাসহ সকল কিছুই ভালো লাগে।

খেলা দেখতে আসা খুদে ক্রিকেটার কাজী সামিউল হাসান ছাবেতের বাবা আয়কর আইনজীবী রোটারিয়ান মুহাম্মদ রাকিবুল হাসান রুমন এ প্রতিবেদককে বলেন, মাঠে ছেলেসহ তাদের সহপাঠীদের খেলা দেখতে আসলাম। ভাষার মাসে শহীদদের নামে দলগুলোর খেলোয়াড়রা অংশ নিয়েছে। এতে করে তারা খেলার পাশাপাশি শহীদদের নামও জেনেছে এবং তাদের নামের দলেই তারা খেলেছে। ক্লেমন একাডেমী তাদের শিক্ষার্থীদের নিয়ে প্রায়ই বিভিন্ন ধরনের ক্রিকেট ম্যাচ আয়োজন করে থাকে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ সহ জাতীয় ক্রিকেট দল ও বিপিএলে খেলা অনেক ক্রিকেটারই সৃষ্টি হয়েছে চাঁদপুরের এই একাডেমীটি থেকে। আমি ও আমার পরিবারের সদস্যদের এবং ছেলের আগ্রহের কারণে একাডেমীতে তাকে ভর্তি করিয়েছি। স্কুলের ক্লাস শেষে আমার ছেলেসহ একাডেমীতে বিভিন্ন বয়সী ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করছে। সবসময়ই এই একাডেমী থেকে ক্রিকেটারদের নিয়ে এ ধরনের ম্যাচের আয়োজন করা হলে খেলোয়াড়দের মধ্যে খেলার আগ্রহ বাড়বে।

ভাষা দিবসে এ ধরনের ক্রিকেট ম্যাচ আয়োজন সম্বন্ধে জানতে চাইলে ক্লেমন ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও জেলার ক্রিকেটের কর্ণধার শামিম ফারুকী এ প্রতিবেদককে বলেন, ওরা তো সবসময়ই অনুশীলন করে। ওদেরকে নিয়ে ম্যাচের আয়োজন করেছি, যাতে করে খেলার প্রতি ওদের আরো মনোযোগ বাড়ে। ২১ ফেব্রুয়ারি যে সমস্ত ক্রিকেটারকে নিয়ে ম্যাচ আয়োজন করেছি তাদের খেলার জন্যে অনেক আগ্রহ ছিলো। খেলোয়াড়দের অনেক অভিভাবক জানিয়েছেন যে, খেলার দিন খেলোয়াড়রা কখন মাঠে এসে খেলতে নামবে এজন্যে অনেক খেলোয়াড় রাতে ঠিকমতো তাদের পরিবারের সদস্যদেরকে ঘুমাতে দেয়নি। মাঝরাতে ঘুম থেকে উঠে বলতে থাকে, ভোর হবে কখন, মাঠে যাবো খেলতে। ক্রিকেটারদের অনুশীলনের পাশাপাশি মাঝে মাঝে ম্যাচের আয়োজন করা হলে ক্রিকেটারদের ভুল-ত্রুটিগুলো ধরা যায়।

ক্রিকেট ম্যাচে ৬ দলের মধ্যে সেরা ব্যাটসম্যান পারভেজ, সেরা বোলার মোজাহিদ, সেরা ফিল্ডার নাঈম, সেরা উইকেট কিপার রিফাত, সেরা অধিনায়ক আবির, সেরা অলরাউন্ডার ফাহাদ ও ফাইনালের ম্যান অব দ্যা তোহা।

দিনব্যাপী ক্রিকেট ম্যাচে অংশ নেয়া দলের ক্রিকেটাররা হলেন : আবুল বরকত দল-শাওন, আশফাক চৌধুরী, জুবায়ের, আবির, সাজিদ, নেয়ামত, আরফান, ফারহান, হিমেল ও ফারহান।

রফিকউদ্দিন দল-নাইম, রাকিন, ফাহাদ, নিরব, আই এস মাহিন, রাফসান, নাফিজ, ফাহমিদ, রাফি ও আরাফাত।

সফিকুর রহমান দল-মাহিন, তোসি, রিফাত, আরেফিন, মুজাহিদ, কাইফ, মাহফুজ, জহিরুল, ইকরাম, হুজাইফা।

আবদুল জব্বার দল-মেহেদী, মাসির, মুনতাসির, রাদুন, ফাইজ, নাসিদ, আবির, পুলক, রহিম ও অসীম।

অহিউল্লা ক্রিকেট দল-সামিউল সাবেত, মহিন, বিজয়, রাকিন, তোহা, রাকিব, দিপ্ত, ফাহিম, ফারিস ও রম্মান।

আব্দুস ছালাম ক্রিকেট দল-সায়মন, জাওয়াদ, হামিম, আহাদ, নাইফ, অর্পন, আদন, পারভেজ, ফাহিম ও সিয়াম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়