প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ড্যাফোডিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় রমজানে হবে প্রিমিয়ার ক্রিকেট লীগের সেমি-ফাইনাল
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির ব্যবস্থাপনায় ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছে প্রিমিয়ার (প্রথম বিভাগ) ক্রিকেট লীগ। লীগের পৃষ্ঠপোষকতায় রয়েছে ড্যাফোডিল গ্রুপ। রমজান মাসের শুরুতে লীগের ৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমি-ফাইনাল খেলা। এ লীগে অংশ নিয়েছিলো ২য় বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে খেলা দুটি দল সহ মোট ৮টি দল।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, ৩য় রমজানে লীগের প্রথম সেমি-ফাইনালে লড়বে আবাহনী ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট একাডেমী। অপরদিকে ৪র্থ রমজানে লড়বে টিম ডাকাতিয়া ও অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠন। লীগের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া ৪টি দল হলো শেখ কামাল স্পোর্টস্ একাডেমী রেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, পূর্ব শ্রীরামদী ক্লাব ও ক্রিকেট কোচিং সেন্টার।
প্রথম রাউন্ডে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার সহ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ক’টি ক্লাবের ক্রিকেটারগণ খেলেছেন। প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে ২৪ ফেব্রুয়ারি। আয়োজকদের পক্ষ থেকে ২৯ ডিসেম্বর ফাইনালেরও আয়োজন করা হয়েছিলো। প্রথম রাউন্ডের খেলার শেষদিকে বৃষ্টির কারণে ক’টি দলকে পয়েন্ট ভাগাভাগি করে সেমি-ফাইনালে আসতে হয়। এরপর বৃষ্টি কিছুটা কমে গেলে সেমি-ফাইনালে ওঠা ৪টি দলকে নিয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে খেলায় অংশগ্রহণ করার জন্যে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু দলগুলো খেলতে অস্বীকৃতি জানায়। তাদেরকে যেই তারিখগুলোতে খেলার জন্যে প্রস্তাব দেয়া হয়, অনেক দল সেই তারিখে খেলার জন্যে সাড়া না দেয়াতেই রমজান মাসে সেমি-ফাইনাল খেলার সিদ্ধান্ত নেয়া হয়।
জেলার এই ক্রিকেট লীগ নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই খেলাগুলো শেষ করার উদ্যোগ নিয়েছিলাম। দলগুলোর সমস্যার কারণে এ মাসেই আমরা ফাইনাল খেলার আয়োজন করতে পারিনি। আশা করি সেমি-ফাইনাল খেলা শেষ হওয়ার পরই আমরা ফাইনালের তারিখ নির্ধারণ করবো। আমরা ২৯ ফেব্রুয়ারি ফাইনালের প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি মহোদয়ের মাধ্যমে দলগুলোর হাতে পুরস্কার তুলে দেয়ার কর্মসূচি ঠিক করে রেখেছিলাম।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির টেকনিক্যাল কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার এসএম মুজিবুল হক রাসেল এ প্রতিবেদককে জানান, আমরা ৩ ও ৪ রমজান দুটি সেমি-ফাইনাল খেলার আয়োজন করেছি। সেমি-ফাইনালের দলগুলো জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে ফাইনালে ওঠার জন্যে মাঠে নামবে। যেই তারিখ নির্ধারণ করা হয়েছে, যদি প্রাকৃতিক পরিবেশ ভালো থাকে, আশা করি দলের খেলাগুলো মাঠে গড়াবে।
জেলা ক্রীড়া সংস্থার প্রিমিয়ার ক্রিকেট লীগের খেলা চলাকালীন অনেক ক্রীড়ামোদী দর্শককই মাঠে এসে খেলা দেখেন। এদের মধ্যে নিয়মিত মাঠে আসা ক’জন দর্শক অনেকটা অভিযোগ করেই বলেন, জেলা ক্রীড়া সংস্থাকে একটু কঠোর হয়ে খেলা চালানো উচিত। জেলা পর্যায়ের খেলায় স্থানীয় ক্রিকেটারদেরকে প্রাধান্য দেয়া উচিত সবচেয়ে বেশি। খেলা চলাকালীন দেখা গেছে, স্থানীয় কোটায় অন্যস্থানে ক্রিকেট খেলে, কিন্তু তাদের জেলার ঠিকানা চাঁদপুর, এমন ক্রিকেটাররাও ২য় বিভাগ সহ প্রথম বিভাগ ক্রিকেটে খেলেছে। এসব বিষয়ে জেলা ক্রীড়া সংস্থাকে নজর দেয়া উচিত। জেলার অনেক ক্রীড়া সংগঠক এ প্রতিবেদককে আরো বলেন, জেলা পর্যায়ের ম্যাচের থেকেই ক্রিকেটার বাছাই করে জেলা দল গঠন করা প্রয়োজন। এ ক্ষেত্রে খেলা পরিচালনাকারী ২জন আম্পায়ার ও সাবেক ক’জন ক্রিকেটারের সাথে আলাপ-আলোচনা করেই খেলোয়াড় সিলেক্ট করা প্রয়োজন। তাহলেই জেলা ক্রিকেট দল অনেক শক্তিশালী হবে।