প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফুটবলারদের কুশল জানতে ক্রীড়া সংগঠক হাজী শাহ জাহাঙ্গীর
একজন দক্ষ ক্রীড়া সংগঠক, ঐতিহ্যবাহী বিষ্ণুদী ক্লাবের সাবেক সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য হিসেবে সকলেই তাকে চিনেন। খেলাধুলাপ্রিয় এই মানুষটি সবসময় খেলোয়াড়দের আশেপাশেই থাকতে পছন্দ করেন। দীর্ঘদিন ধরে ক্লাবের সাথে জড়িত না থাকলেও প্রতিদিন চাঁদপুর স্টেডিয়ামে ছুটে আসেন ফুটবলার ও ক্রিকেটারদের খোঁজ-খবর নিতে। তিনি হলেন চাঁদপুর শহরের তালতলা এলাকার আলহাজ্ব শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
তিনি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং বিষ্ণুদী ক্লাবের যখন দায়িত্বে ছিলেন তখন বিষ্ণুদী ক্লাবের খেলাধুলায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলা দলের খেলোয়াড়দের খেলতে দেখা যেতো। এই ক্লাবটির আহ্বায়ক কমিটি গঠন করার পর গত ক’বছর ধরে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল কিংবা ক্রিকেটের কোনো খেলাধুলা এমনকি জেলা ক্রীড়া সংস্থার ইনডোর-আউটডোরের কোনো খেলাতেই বিষ্ণুদীকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ক্রীড়া সংগঠক হাজী জাহাঙ্গীর মাঠে আসেন এখনও। খোঁজ-খবর নেন উঠতি বয়সী খেলোয়াড়দের।
চাঁদপুর স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলন চলাকালে দেখা যায়, সাবেক ফুটবলার ও ফুটবল কোচ আনোয়ার হোসেন মানিককে নিয়ে খেলোয়াড়দের খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে তিনি খোঁজ নিচ্ছেন। ফুটবল খেলোয়াড়রাও তাকে পেয়ে তার কথা শুনছেন। খেলাধুলার ব্যাপারে খেলোয়াড়দের সহযোগিতার কথা বললে তিনি বলেন, খেলাধুলা এবং খেলোয়াড়দের ব্যাপারে আমার সহযোগিতা ছিলো এবং এই সহযোগিতা সবসময়ই অব্যাহত থাকবে।