প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শিরোপাজয়ী টিম ডাকাতিয়া দলের মালিক জহির উদ্দিন মিজি
খেলোয়াড় ও এলাকাবাসীর সহযোগিতায় দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে
চাঁদপুর স্টেডিয়ামে প্রায় ৯ বছর পর শুরু হওয়া ২য় বিভাগ ক্রিকেট লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্টেডিয়াম লাগোয়া ১২নং ওয়ার্ডের টিম ডাকাতিয়া। দলটি চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (প্রথম বিভাগ) খেলার সুযোগ পেয়েছে। দলের প্রথম খেলা ১৫ ফেব্রুয়ারি শক্তিশালী ও চিরপ্রতিদ্বন্দ্বী চাঁদপুর ক্রিকেট একাডেমীর সাথে। টিম ডাকাতিয়া দলের মালিকানার দায়িত্বে রয়েছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও ক্রীড়া সংগঠক জহির উদ্দিন মিজি। তার নেতৃত্বেই প্রথমবারের মতো ২য় বিভাগ ক্রিকেট লীগে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।
প্রথমবারের মতো প্রথম বিভাগ ক্রিকেট লীগে সুযোগ পাওয়া টিম ডাকাতিয়ার কর্ণধার জহির উদ্দিন মিজির সাথে এ প্রতিবেদকের মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, দলের খেলোয়াড় ও এলাকাবাসীর সহযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগে খেলার সুযোগ পেয়েছি। আশা করি প্রথম বিভাগ ক্রিকেট দলের খেলোয়াড়রা তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরা ভালো কিছু করতে পারবো। দল এবং খেলোয়াড় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এই সমস্ত তরুণ যাতে মাঠে এসে খেলাধুলা করতে পারে আমি সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। উদীয়মান খেলোয়াড়দের নিয়েই আমি কাজ করতে চাই। আমাদের দল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে এলাকাবাসীসহ অনেকেরই সহযোগিতা ছিলো। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় বিভাগ ক্রিকেট লীগের পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। টুর্নামেন্টে জেলা সদর ও উপজেলার ক্রিকেট দলসহ ৮টি দল অংশ নিয়েছিলো।
দলগুলো ছিলো : মাতৃছায়া ক্রিকেটার্স, টিম ডাকাতিয়া, ক্রিকেট কোচিং সেন্টার, শেখ কামাল স্পোর্টস্ একাডেমী (লাল দল), শাহরাস্তি ক্রিকেট একাডেমী, ক্রিকেট একাডেমী জুনিয়র, শেখ কামাল স্পোর্টস্ একাডেমী (সবুজ দল) ও অঙ্গীকার ক্রীড়া চক্র।