প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০
২য় বিভাগ ক্রিকেট লীগে অপরাজিত চ্যাম্পিয়ন টিম ডাকাতিয়া
৯ বছর পর চাঁদপুর স্টেডিয়ামে শুরু হওয়া ২য় বিভাগ ক্রিকেট লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুর স্টেডিয়াম এলাকার নিকটবর্তী বঙ্গবন্ধু সড়কের ক্রিকেট দল টিম ডাকাতিয়া। ২৬ জানুয়ারি শুক্রবার বিকেলে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি। দলটি ২য় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হওয়ায় এখন সরাসরি প্রথম বিভাগ ক্রিকেট লীগে খেলার সুযোগ পাবে। দলের পক্ষ থেকে একজন জেলা ক্রীড়া সংস্থার সদস্য হওয়ার সুযোগ পাবেন।
এই ক্রিকেট লীগের পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। লীগের উদ্বোধন হয়েছিলো ২৫ নভেম্বর। ২০ ওভারের সাদা বলে দলগুলো খেলেছে রঙিন ড্রেসে। দলগুলোর অধিকাংশ খেলোয়াড়ই ছিলেন স্থানীয় ক্লেমন ক্রিকেট একাডেমী, শেখ কামাল স্পোর্টস্ একাডেমী ও শাহরাস্তি ক্রিকেট একাডেমীর।
২য় বিভাগ ক্রিকেট লীগে অংশ নিয়েছিলো জেলা ও উপজেলার ৮টি ক্রিকেট দল। দলগুলো হলো : মাতৃছায়া ক্রিকেটার্স, টিম ডাকাতিয়া, ক্রিকেট কোচিং সেন্টার, শেখ কামাল স্পোর্টস্ একাডেমী (লাল দল), শাহরাস্তি ক্রিকেট একাডেমী, ক্রিকেট একাডেমী জুনিয়র, শেখ কামাল স্পোর্টস্ একাডেমী (সবুজ দল) ও অঙ্গীকার ক্রীড়া চক্র।
লীগের ফাইনালে উঠে আপন দুই ভাইয়ের পরিচালনায় দুটি দল- টিম ডাকাতিয়া ও শেখ কামাল স্পোর্টস্ একাডেমী (লাল দল)। খেলায় টিম ডাকাতিয়া চ্যাম্পিয়ন ও শেখ কামাল স্পোর্টস্ একাডেমি (লাল) রানার্সআপ হয়। লীগের নির্ধারিত ২০ ওভারের খেলায় প্রথম ব্যাটিং করে শেখ কামাল স্পোর্টস্ একাডেমি (লাল) দল ৯৩ রানে অলআউট হয়। জবাবে টিম ডাকাতিয়া মাত্র ২ উইকেট হারিয়ে ১১ ওভার ৩ বলে ৯৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রুবেল সর্বোচ্চ ৬২ রান করায় ম্যান অব দ্য ম্যাচ হন। এ দলেরই মহিউল পান ৩ উইকেট। এই দুটি দলই জেলা ক্রীড়া সংস্থার প্রথম বিভাগ ক্রিকেট লীগ খেলার যোগ্যতা অর্জন করলো।
এই ক্রিকেট লীগ নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু বলেন, লীগের ফাইনাল অনেক আগেই আমরা শেষ করতাম। নির্বাচনের কারণে একটু দেরি হয়েছে। সহসাই প্রথম বিভাগ ক্রিকেট লীগের খেলা শুরু হচ্ছে।