শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট

আজ কক্সবাজারের সাথে প্রথম ম্যাচ খেলবে চাঁদপুর জেলা দল

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
আজ কক্সবাজারের সাথে প্রথম ম্যাচ খেলবে চাঁদপুর জেলা দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে ১৫ জানুয়ারি থেকে। আজ ১৬ জানুয়ারি মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে কুমিল্লা স্টেডিয়ামে কক্সবাজারের সাথে খেলতে নামবে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল।

বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে ৩টি গ্রুপে অংশ নিয়েছে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল। ‘এ’ গ্রুপে রয়েছে ফেনী, নোয়াখালী ও খাগড়াছড়ি জেলা। ‘বি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুর জেলা এবং ‘সি’ গ্রুপে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, চাঁদপুর ও বান্দরবান জেলা ক্রিকেট দল। দলগুলোর খেলা হবে নোয়াখালী জেলা স্টেডিয়াম, কুমিল্লা স্টেডিয়াম ও চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে।

বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল গত ক’দিন ধরে প্রাথমিকভাবে বাছাইকৃত এবং মেডিকেলে উত্তীর্ণ ক্রিকেটারদের নিয়ে স্টেডিয়ামে অনুশীলন করে যাচ্ছেন। জেলা দলের হয়ে অনুশীলন করছেন ক্রিকেটার অনিমেষ কর, তৌসিফ, মুনতাসির, মাহনাব চৌধুরী, রাতুল, হিমেল, ইমতিয়াজ, মাহমুদ হাসান, সোহেল, আফনান, অমিত, রাব্বি, আসাবুল, দিপ্ত, তৌহিদ, ইরফান, রুহল আমিন, ফাহাদ হোসাইন, তানভীর, শেখ আবরার, মিরাজ, মাহিদুল, মুহিত, রেজাউল, আয়েস রহমান, আবিজ কবির, আহনাফ আবির, অনির্বাণ, সামিদ বিন তাবিজ, ফারহান, ইমন, আবদুল্লা, নাজমুল, রুবেল, এহসান, সাজ্জাদুল, ফারদিন, আবরার রশিদ সাফি, খালেদ মাহমুদ, রিফাত হোসাইন ও মুরাদ আলম। এ সমস্ত ক্রিকেটার দলের কোচ বাবু ও টিম ম্যানেজার মাসুদের নেতৃত্বে অনুশীলন করবে।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দলটি কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা করবে। দলের অনেক ক্রিকেটারই নিয়মিত বিভিন্ন দলের হয়ে ক্রিকেট খেলছেন। বাছাইকৃত ক্রিকেটাররা জেলার দুটি একাডেমীর ছাত্র।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সাথে আলাপকালে তিনি এ প্রতিবেদককে জানান, জেলা দল গঠনের লক্ষ্যে বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে নিয়মিত অনুশীলন হয়েছে স্টেডিয়াম মাঠেই। এদের থেকে বাছাই করে জেলা দল গঠন করা হবে। দলে অনেক ক্রিকেটারই এর আগে বয়সভিত্তিক ক্রিকেট দলের হয়ে বিভিন্ন জেলাতে খেলেছেন। আশা করি আমাদের গ্রুপের অন্য যে দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের দলের ক্রিকেটারগণ ভালো কিছু করতে পারবে।

জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেবের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, জেলার বয়সভিত্তিক ক্রিকেট দলগুলো বতর্মানে ভালোই খেলছে। দলের সকল খেলোয়াড়ই নিয়মিত অনুশীলনের সাথে জড়িত রয়েছেন। ক্রিকেটাররা তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিভাগীয় ক্রিকেটে আমাদের দল ভালো করবে। আমি আশা করছি, আমাদের দল প্রথম রাউন্ডে ভালো খেলে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়