শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

খুদে ক্রিকেটারদের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক
খুদে ক্রিকেটারদের প্রতিক্রিয়া

চাঁদপুর আউটার স্টেডিয়ামে ক্লেমন ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করছেন ক্রিকেটাররা। এ একাডেমিতে ক্রিকেট অনুশীলনে আসা ক্রিকেটারদের প্রথম হাতেখড়ি হয় আঁতুড়ে ঘর থেকে। অর্থাৎ কিন্ডারগার্টেন ও বিভিন্ন একাডেমির খুদে ক্রিকেটারগণ এইখান থেকেই খেলা শুরু করে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকেও অনুশীলনে আসেন ক্রিকেটারগণ। একাডেমির প্রতিষ্ঠাতা ও জেলা ক্রিকেট কোচ শামিম ফারুকী, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম ও রাজন খেলোয়াড়দের বিভিন্ন সেশনে অনুশীলনে জড়িত থাকেন। অনুশীলনে খুদে ক্রিকেটারদের ক্রিকেট নিয়ে আলোচনায় তাদের তুলে ধরা কথাগুলো পাঠকদের জন্যে তুলে ধরা হলো।

আমি অলরাউন্ডার হতে চাই

--আবরার গালিব তাহসিন

ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীতে অনুশীলনের জন্যে ভর্তি হন ২০২২ সালে। ওই বছর থেকেই পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন করে যাচ্ছেন। ছোটবয়সেই বল নিয়ে সুইংয়ের মাধ্যমে স্পিন বল করছেন। পাশাপাশি ব্যাটিং করার চেষ্টা করছেন। তার নাম আবরার গালিব তাহসিন। তার বাবার নাম রোটারিয়ান আব্দুল বারী জমাদার মানিক। তাদের বাসা চিত্রলেখার সামনে। সে পড়াশোনা করছে ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণিতে।

ক্রীড়াকণ্ঠের প্রতিবেদক চৌধুরী ইয়াসিন ইকরামের সাথে খেলার মাঠে আলাপকালে আবরার বলেন, আমার বাবা আমাকে এনে এখানে ভর্তি করিয়ে দিয়েছেন। আমার স্কুল ৪টার সময় ছুটি দিলে আমি মাঠে চলে আসি। এখানে এসে আমার সহপাঠী এবং বিভিন্ন স্কুলের অনেকের সাথে মাঠে খেলি। একাডেমির স্যারেরা আমাদেরকে খেলার ব্যাপারে অনেক উৎসাহ দেন। আমি খেলাধুলা করতে চাই নিয়মিত। সাকিব আল হাসানের মতো আমিও ক্রিকেট খেলায় অলরাউন্ডার হতে চাই। আমাদের একাডেমিতে মাঝে মাঝে আমাদের বড়োভাই জাতীয় দলের ক্রিকেটার জয় ভাই আসেন। এছাড়াও একাডেমির সাবেক ক্রিকেটারগণ আমাদের খেলার সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়