শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট থেকে বিদায় চাঁদপুরের

ক্রীড়া কণ্ঠ প্রতিবেদক ॥
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট থেকে বিদায় চাঁদপুরের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে চাঁদপুর জেলা ক্রিকেট দল। দলটি ২৮ ডিসেম্বর চট্টগ্রামের সাথে হেরে চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স থেকে বিদায় নেয় । দলটি গতবার বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলো।

চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে চাঁদপুরের দলটি ২৮ ডিসেম্বর খেলতে নামে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের সাথে। চট্টগ্রাম দলটি ওই দিন প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে সবক'টি উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে চাঁদপুরের দলটি ১৬৫ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৪৭ ওভার ৫ বলে সবক'টি উইকেট হারিয়ে ১২৩ রান করে। চাঁদপুরের দলটি ৪১ রানে হেরে বিদায় নেয়।

এর আগে চাঁদপুরের দলটি কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা দলের সাথে সেমি-ফাইনালে লড়ে। কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় চাঁদপুরের দলটি লীগ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলা দলের সাথে জয়লাভ করে সেমি-ফাইনালে উঠে। চাঁদপুরের দলটি লীগ পর্যায়ের খেলায় দুটি দলের সাথেই ৩ ম্যাচে জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : সিয়াম, সাজু, শাওন, ফাহিম, সাঞ্জিদ, শ্রাবণ, অন্তর, ইরফান, আরফান, তামিম, সাজিদ, খোরশেদ, নিরব, নিজন ও রিয়াদ। কোচ জয়নাল আবেদীন, সহকারী কোচ ইসমাইল হোসেন ও টিম ম্যানেজার সানি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়