শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

চ্যাম্পিয়ন জসিম মেহেদী ও মাসুদ রানা জুটি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

‘বুড়ো হয়ে যাওয়ার কারণে আমরা খেলাধুলা থামাই না, বরং খেলাধুলা থামাই বলে আমরা বুড়ো হয়ে যাই’ এ স্লোগানকে সামনে রেখেই চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৩-এর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১ জানুয়ারি সোমবার রাতে আদালত চত্বরে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অ্যাডভোকেট জসিম মেহেদী ও মাসুদ রানা জুটি। রানার আপ হলেন অ্যাডভোকেট হিমেল ও নাদিম জুটি।

টুর্নামেন্টে অংশ নেয় দশটি দ্বৈত দল। দলগুলো হচ্ছে--হান্নান কাজী-সোহেল, হিমেল-নাদিম, জসিম উদ্দিন-সাইয়েদুল ইসলাম বাবু, জসিম মেহেদী-মাসুদ রানা, সানজিদ সানী-আতিক, বিশ্বজিৎ কর রানা-কাউছার, শাহাদাৎ-মাসুম ভূঁইয়া, শিবলী-সুমন, সায়েমণ্ডখোরশেদ ও শামীমণ্ডসুজন জুটি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলার কোনো বিকল্প নেই। মানুষকে সুস্থ থাকতে হলে খেলাধুলা চালিয়ে যেতে হবে। আমরা সারাদিন আইনজীবীরা মানুষের সেবা দিয়ে থাকি। সন্ধ্যার পরে মন ও শরীর সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজন রয়েছে। আমাদের সমিতির পক্ষ থেকে প্রতিবছর এই ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকবে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন বলেন, আমরা সমিতির পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করেছি। এই টুর্নামেন্টের আগে আইনজীবীদের খেলার জন্যে সকল কিছুর ব্যবস্থা করা হয়েছে। আমাদের সকল আইনজীবীর জন্যে খেলাধুলার ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানের অতিথি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার তাঁর বক্তব্যে বলেন, মাঠে বসে খেলা দেখে সত্যিই ভালো লেগেছে। টুর্নামেন্টের আয়োজকরা সুন্দর একটি আয়োজন করেছে। এতে করে চাঁদপুরের আইনজীবীরা অনেক দূর এগিয়ে যাবে। আমরা সকলেই খেলাধুলায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। খেলা হচ্ছে, খেলা হবে যতক্ষণ জীবিত আছি, খেলার সাথে জড়িত থাকবো।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর তাঁর বক্তব্যে বলেন, আইনজীবীদের মধ্যে যারা এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন, সকলেই ভালো খেলা উপহার দিয়েছেন। সব সময় খেলাধুলা চালিয়ে যেতে হবে। খেলাধুলা শরীরের সাথে মনকেও প্রফুল্ল রাখে।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব তাঁর বক্তব্যে বলেন, ২০১২ সালে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল নভেম্বর মাসে। এই খেলাটি ধরে রাখতে হবে। সুস্থতা হচ্ছে আল্লাহর নেয়ামত। এই নেয়ামত ঠিক রাখতে হলে খেলাধুলার প্রয়োজন রয়েছে।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবু তাঁর বক্তব্যে বলেন, আয়োজকরা আমাকে অতিথি রাখার জন্যে বলেছিল। কিন্তু আমি নিজেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি। আমার পার্টনার খুব ভালো খেলেছে, আমি মনের জোরে খেলেছি। সমিতির আয়োজনে নিয়মিত খেলাধুলা চালিয়ে যেতে হবে।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন মিঠু বলেন, আমাদের আইনজীবীরা নিয়মিত খেলে যাচ্ছে। সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন হয়েছে। মাঠে অনেক আইনজীবী ও পরিবারের সদস্যরা খেলাটি উপভোগ করেছেন। নিয়মিত খেলা হোক--এটি প্রত্যাশা করছি।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বাবর বেপারী বলেন, বর্তমান কমিটির মেয়াদকালে অনেক সুন্দর কাজ হচ্ছে। এই পরিষদের পক্ষ থেকে সুন্দর টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যাতে আইনজীবীরা অংশগ্রহণ করেছেন। আগামীতে যাতে সুন্দরভাবে টুর্নামেন্টের আয়োজন করা হয় সেই ব্যবস্থা করতে হবে।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন বলেন, খেলাধুলা প্রত্যেকটা মানুষের জন্যে প্রয়োজন। শরীর সুস্থ রাখতে হলে খেলাধুলা চালিয়ে যেতে হবে। আমরা সারাদিন বিভিন্ন মানুষের সেবা দিয়ে থাকি। সন্ধ্যার পরে আমাদের চেষ্টা থাকবে খেলাধুলা সহ ব্যায়াম করা, যাতে শরীর সুস্থ থাকে।

সমিতির সদস্য ও ব্যাডমিন্টন খেলোয়াড় অ্যাডভোকেট জসিম মেহেদীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী, অ্যাডভোকেট নজরুল ইসলাম খোকন, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট আব্দুল্লাহিল বাকী, অ্যাডভোকেট রুমানা আফরোজ, অ্যাডভোকেট সানাউল্লাহ, অ্যাডঃ আব্দুল হান্নান কাজী, অ্যাডভোকেট বিশ্বজিৎ কর রানা, অ্যাডভোকেট ছায়েম, অ্যাডভোকেট শিবলী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়