শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আবাহনী ক্রীড়া চক্র

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আবাহনী ক্রীড়া চক্র

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

টুর্নামেন্টে অংশ নেয় ৪টি দল। দলগুলো হলো : চাঁদপুর বাস্কেটবল একাডেমী, চাঁদপুর সরকারি কলেজ, পূর্ব শ্রীরামদী ক্লাব ও আবাহনী ক্রীড়া চক্র। প্রতিটি দলে ৮ জন করে খেলোয়াড় অংশ নেন। টুর্নামেন্টে বাস্কেটবল একাডেমীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আবাহনী ক্রীড়া চক্র। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন ব্যবসায়ী এমএন মুরাদ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম পিপিএম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্তি পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপ-কমিটির ব্যবস্থাপনায় ১১ ডিসেম্বর বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল শেখ মোঃ খলিলুর রহমান এবং চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ হেলাল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বাস্কেটবল উপ-কমিটির সভাপতি মনোয়ার চৌধুরী।

আবাহনী ক্রীড়া চক্রের খেলোয়াড়রা হলেন : সোহেল, সিয়াম, মাজহারুল, রিফাত, নুরে আলম, আবরার, ইয়াজমির ও মোমো। টিম ম্যানেজার ফয়সাল সানি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়