শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

জেলা ক্রীড়া অফিসের আয়োজন

ফরিদগঞ্জে বিজয় দিবসের কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক ॥
ফরিদগঞ্জে বিজয় দিবসের কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪-এর আওতায় ও মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলায় কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলার ৩টি বিদ্যালয় ও ১টি ক্লাবের মোট ৪৮ জন খেলোয়াড় উক্ত কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাবাডি খেলা আমাদের জাতীয় খেলা। এই খেলা আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। আমাদের যুব সমাজকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই যুব সমাজকে ভালো রাখতে বেশি বেশি খেলার আয়োজন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ে তুলতে ফরিদগঞ্জ উপজেলায় বেশি বেশি খেলার আয়োজন করা হচ্ছে।

বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুন্নবী নোমান। উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকম-লীসহ অন্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, উক্ত কাবাডি প্রতিযোগিতায় ৩টি বিদ্যালয়ের ৩৬ জন বালিকা অংশগ্রহণ করে ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ১টি বালিকা দল অংশগ্রহণ করে। সর্বমোট ৪৮ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে। কাবাডি খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয় এবং এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ খেলায় অংশগ্রহণকারী সকলের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়