প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
পৃষ্ঠপোষক আলহাজ্ব ওমর পাটওয়ারী
বিজয় দিবস কাবাডিতে বালক ও বালিকাতে চ্যাম্পিয়ন চাঁদপুর সদর
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবস আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টে বালক ও বালিকাতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার দুটি দল। ১৬ ডিসেম্বর বিকেলে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ও প্রবাহ অফসেট প্রেসের স্বত্বাধিকারী আলহাজ্ব ওমর পাটওয়ারী। এর সাথে পৃষ্ঠপোষকতায় ছিলেন শহরের বেশ ক’টি ডেভেলপার কোম্পানি। ৯ ডিসেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
পুুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খারাপ কোনো কিছুতে আসক্ত হওয়া যাবে না। সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে। অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। সকলে সুস্থ ও সুন্দর জীবন গঠনে চেষ্টা করবে। এ ধরনের খেলাধুলা করার জন্যে নিয়মিত অনুশীলন করতে হবে।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য শাহির পাটওয়ারী, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, হাইমচর থানার ওসি মোঃ ইয়াছিন, চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দসহ গণমাধ্যম কর্মীরা।
ফাইনাল খেলায় ২৩-২০ পয়েন্টে হাইমচর উপজেলা বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদর উপজেলা বালিকা দল। আর ১৩-৬ পয়েন্টে হাইমচর উপজেলা বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদর উপজেলা বালক দল। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ টুর্নামেন্টে বালক ও বালিকা গ্রুপে অংশ নেয়া দলগুলো হলো : ‘ক’ গ্রুপে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, হাইমচর ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা এবং ‘খ’ গ্রুপে কচুয়া, শাহরাস্তি, চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। ফাইনাল খেলা শেষে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও সাবেক সাঁতারু তপন চন্দের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তারা বলেন, এবারের টুর্নামেন্টে সদর থানার ওসি সহ অনেকেই সহযোগিতা করেছেন এবং খেলার ব্যাপারে অনেক খোঁজ-খবর নিয়েছেন। আমরা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বালক ও বালিকাদের নিয়ে স্টেডিয়ামে বেশ ক’দিন অনুশীলন করেছি। আমাদের দলের খেলোয়াড়রা দুটি টুর্নামেন্টেই ভালো খেলা উপহার দেয়াতে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আমরা যেনো আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারি এজন্যে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।