প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফাইনালে লড়বে টিম ডাকাতিয়া ও শেখ কামাল স্পোর্টস্ রেড
২৭ ডিসেম্বর ২য় বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল
আগামী ২৭ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে ২য় বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। এ বিষয়টি এ প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। ৯ বছর পর শুরু হওয়া এ লীগের ফাইনালে উঠেছে টিম ডাকাতিয়া ও শেখ কামাল স্পোর্টস্ একাডেমী রেড (সিনিয়র) দল। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহিদুল ইসলাম রোমান। লীগে অংশ নিয়েছে জেলার ২টি একাডেমীর দল ও শাহরাস্তি উপজেলার ১টি দলসহ ৮টি দল।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় লীগের উদ্বোধন করা হয়েছিলো ২৫ নভেম্বর সকালে। ২য় বিভাগ ক্রিকেট লীগটির খেলাগুলো পরিচালনা করা হয় ২০ ওভারে। দ্রুত খেলাগুলো পরিচালনার জন্যে প্রথম রাউন্ডের খেলায় আয়োজকরা একই দিনে ২টি করে খেলা চালিয়েছেন। এতে করে ক্রিকেটার সৃষ্টি না হলেও আয়োজকরা নামমাত্র যে লীগ আয়োজন করেছে, সেটা হয়তো তাদের লক্ষ্যে পৌঁছেছে। লীগের বেশ ক'টি দলে দেখা গেছে, এ জেলার সন্তান কিন্তু দীর্ঘদিন ধরে জেলার বাইরে রয়েছেন, তাদের দিয়ে জেলার খেলোয়াড় হিসেবে খেলিয়েছে অনেক দল। লীগের ফিকশ্চার অনুযায়ী গত ৫ ডিসেম্বর লীগের ফাইনাল হওয়ার কথা ছিলো। টুর্নামেন্টের ফাইনালে লড়বে টিম ডাকাতিয়া ও শেখ কামাল স্পোর্টস রেড।
২য় বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে ওঠা টিম ডাকাতিয়া প্রথম রাউন্ডের ৩টি ম্যাচসহ সেমি-ফাইনালে জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। টিম ডাকাতিয়া শাহরাস্তি ক্রিকেট একাডেমীর সাথে ১০১ রানে জয়লাভ করে। দলটি ২য় খেলায় মাতৃছায়া চাঁদপুর ক্রিকেটার্সের সাথে ৭ উইকেটে এবং প্রথম রাউন্ডের শেষ ম্যাচে শেখ কামাল স্পোর্টস্ একাডেমী গ্রীনের সাথে ৩ উইকেটে জয়লাভ করে সেমি-ফাইনালে উঠে। সেমি-ফাইনালে চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টারের সাথে ৯ উইকেটে জয় পেয়ে ফাইনালে উঠে।
অপরদিকে শেখ কামাল স্পোর্টস্ একাডেমী রেড দলটি প্রথম খেলায় অঙ্গীকার ক্রীড়া চক্রের সাথে ১৩৪ রানে, ২য় খেলায় চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার জুনিয়রের সাথে ১০৯ রানে এবং প্রথম রাউন্ডের শেষ ম্যাচে চাঁদপুর ক্রিকেট একাডেমী ব্লুজের সাথে ৪০ রানে জয়ী হয়ে সেমি-ফাইনালে খেলার যোগত্য অর্জন করে। টুর্নামেন্টের ২য় সেমি-ফাইনালে ৩ ডিসেম্বর শেখ কামাল স্পোর্টস্ একাডেমী গ্রীন (জুনিয়র) দলকে ১৫ রানে হারিয়ে ফাইনালে উঠে।
চাঁদপুর স্টেডিয়ামে বিভিন্ন ক্রিকেটারদের সাথে আলাপকালে জানা যায় যে, এবারের লীগে ফাইনালে ওঠা দুটি দলই জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগে খেলতে পারবে। এছাড়া তারা পরবর্তীতে জেলা ক্রীড়া সংস্থায় তাদের ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করার জন্যে আবেদন করতে পারবে। যদিও অনেক বছর পর শুরু হওয়া এ লীগটি হয়েছে মূলত জেলা শহরের দুটি একাডেমীকে ঘিরে। তবে জেলার সাধারণ ক্রিকেটাররা জানান, যে সমস্ত ক্রিকেটার অনেক দলের হয়ে ২য় বিভাগ ক্রিকেট লীগ খেলেছেন, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন জেলা ও বিভিন্ন দলের হয়ে খেলেন। তাদের দাবি, লীগ কমিটির টেকনিক্যাল কমিটি অনেকটা দলীয় হওয়ার কারণেই সাধারণ মানের অনেক ক্রিকেটার ভয়ে কিছু বলতে পারেন নি। প্রতিযোগিতামূলক ম্যাচের কারণে এ জেলার অনেক উদীয়মান ক্রিকেটার খেলার সুযোগ পায়নি।
জেলার অনেক সিনিয়র ও উঠতি বয়সী ক্রিকেটার এ প্রতিবেদককে জানান, এবারের টুর্নামেন্টে যে ক’টি দল খেলছে, এদের মধ্যে অনেক দলের খেলোয়াড় নাকি এ জেলাতে নিয়মিত ক্রিকেট খেলেন না--এমনও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সেমি-ফাইনাল খেলা শেষে অনেক ক্রিকেটারকে দেখা গেছে চাঁদপুর থেকে চট্টগ্রামসহ নিজ নিজ জেলাতে চলে যেতে।
দীর্ঘ ৯ বছর পর শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনালে ওঠা দুটি দলের প্রতিনিধিত্ব করছেন আপন দুই ভাই। এরা হলেন রেড দলের কর্মকতা মাইনউদ্দিন ও টিম ডাকাতিয়ার প্রধান পৃষ্ঠপোষক জহির উদ্দিন। খেলা চলাকালীন সময়ে দুইভাইকেই মাঠে নিয়মিত খেলা দেখতে এবং খেলোয়াড়দের উৎসাহ দেয়ার জন্যে মাঠে উপস্থিত থাকতে দেখা গেছে।
টুর্নামেন্টের ফাইনাল নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সাথে ১৬ ডিসেম্বর দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে আলাপকালে তিনি বলেন, আশা করছি ২৭ ডিসেম্বরের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা আয়োজন করবো। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকসহ সকলের সাথে আলাপ করেই পুরস্কার বিতরণেরও ব্যবস্থা করা হবে।