শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

নিয়মিত ব্যাডমিন্টন খেলা হচ্ছে চাঁদপুর পৌরসভার মাঠে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

সারাদিন পৌরবাসীকে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন দপ্তর থেকে তারা সেবা দিয়ে থাকেন। সেবা দেয়ার পাশাপাশি নিজেদের শরীর ও মন এবং স্বাস্থ্যকে ঠিক রাখার জন্যে নিয়মিত তারা ব্যাডমিন্টন খেলায় অংশ নেন। প্রতিদিন সন্ধ্যার পর চাঁদপুর পৌরসভার সামনের মাঠে নেট টানিয়ে ব্যাডমিন্টন খেলায় নেমে পড়েন। খেলার সরঞ্জামদি কেনায় খেলোয়াড় ও পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে।

প্রতিদিন খেলার মাঠে দেখা যায় খেলছেন কিংবা খেলার জন্যে প্রস্তুত রয়েছেন পৌর কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদার, নকশাকার মুহাম্মদ জাহিদ হোসাইন, এসেসর (ভাঃ) মোঃ আসাদুজ্জামান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর (ভাঃ) মোঃ শাহজাহান খান, বাজার আদায়কারী মোঃ এমদাদ হোসেন (মিলন), ভাণ্ডার রক্ষক মোঃ ফয়সাল আহমদ, ষাঁটলিপিকার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, হিসাব সহকারী শাহজালাল টিংকু, নিম্নমান সহকারী মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ কামাল হোসেন, মোঃ পাভেল খান ও কার্য সহকারী মোঃ মনির হোসাইন। মাঝে মাঝে তাদেরকে উৎসাহ দেয়ার জন্যে পৌর কর্মচারী বিভিন্ন নারী মাঠে উপস্থিত থেকে খেলা দেখেন।

চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ মফিজ উদ্দিন হাওলাদার এ প্রতিবেদকে বলেন, খেলাধুলার সাথে অনেক কর্মচারীই জড়িত রয়েছে। শীত মৌসুমের শুরুতেই ব্যাডমিন্টন খেলা শুরু হয়। সকলের সহযোগিতায় নিয়মিত খেলছেন। খেলাধুলা করলে মন ভালো থাকে। আশা করি শুধু খেলাধুলায়ই নয়, পৌরবাসীকে সেবা দেয়ার জন্যে আমরা সবসময়ই প্রস্তুত রয়েছি।

ব্যাডমিন্টন খেলাতে অংশ নেয়া মোঃ এমদাদ হোসেন (মিলন), মোঃ ফয়সাল আহমদ ও রিয়াজ উদ্দিন এ প্রতিবেদককে বলেন, আমরা সারাদিন কাজ শেষ করে সন্ধ্যায় সকলে একত্রিত হয়ে খেলাধুলা করি। খেলাধুলার পাশাপাশি আমাদের মাঝে সম্পর্কটাও গভীর হয়। সকলেই খেলাধুলার প্রতি অনেক আন্তরিক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়