শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফাইনালে আমাদের দল শেখ কামাল স্পোর্টস্ ভালো করবে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে বেশ ক'বছর ধরেই নিয়মিত ক্রিকেট খেলেছেন। জেলার শেখ জামাল ক্লাব ও ষোলঘর স্পোর্টিং ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগও খেলেছেন বেশ ক'বছর। মাঈন উদ্দিন মিয়াজী একজন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হিসেবে জেলার অনেকের কাছে পরিচিত। ডানহাতি অলরাউন্ডার হিসেবে ৯ বছর আগে সবশেষ ২য় বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণ করেছিলেন। বতর্মানে শেখ কামাল স্পোর্টস্ একাডেমী গ্রীন ও শেখ কামাল স্পোর্টস্ একাডেমী রেড-এর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার এলাকাটি স্টেডিয়াম এলাকার পাশেই ১২নং ওয়ার্ড। তিনি টিম ডাকাতিয়ার পৃষ্ঠপোষক জহির উদ্দিন মিয়াজীর বড় ভাই। এবারের লীগ চলাকালে দেখা গেছে, প্রতিদিনই তিনি মাঠে বসে খেলা দেখেছেন এবং সকল দলকেই উৎসাহ দিয়েছেন।

এই ক্রীড়া প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, আমি একজন ক্রিকেট খেলোয়াড় ছিলাম। সর্বশেষ অধিনায়ক হিসেবে জেলা স্টেডিয়ামে ষোলঘর স্পোর্টিং ক্লাবের অধিনায়ক হিসেবে খেলেছি। নিয়মিত মাঠে খেলাধুলা হলে অনেক খেলোয়াড়ই সৃষ্টি হবে। ফাইনালে ওঠা দুটি দলই আমাদের। তবে আশা করি, ফাইনালে দুটি দলেরই ক্রিকেটারগণ দর্শকদের এবং দলগুলোর কর্মকর্তাদের ভালো খেলা উপহার দিবে। আমার দলও প্রথম রাউন্ডে এবং সেমি-ফাইনালে ভালো খেলার কারণেই ফাইনালে উঠেছে। ফাইনালে টিম ডাকাতিয়ার সাথে আমাদের দল শেখ কামাল স্পোর্টস্ একাডেমী ভালো করবে বলে আশা করি।

ডানহাতি সাবেক এ অলরাউন্ডার আরো বলেন, মাঠে খেলাধুলা থাকলে নিয়মিত মাঠে অনেক ক্রীড়ামোদী দর্শক আসবে খেলা দেখতে এবং খেলোয়াড়দেরও খেলার প্রতি আগ্রহ বাড়বে। আমাদের দলের যে সমস্ত ক্রিকেটার রয়েছে, তারা নিয়মিত মাঠে অনুশীলন করেন এবং বিভিন্ন সময়ে বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন। আশা করছি, দলের ক্রিকেটারগণ যদি তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে আমাদের দল টিম ডাকাতিয়াকে হারিয়ে ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৩- এর চ্যাম্পিয়ন হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়