শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

২য় বিভাগ ক্রিকেট লীগে সর্বোচ্চ রান সংগ্রহকারী সিয়াম
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় বিভাগ ক্রিকেট লীগে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলের প্রাথমিক পর্বে ডাক পাওয়া শেখ কামাল স্পোর্টস্ একাডেমী রেড-এর ক্রিকেটার তানজিল আখন্দ সিয়াম। সেমি-ফাইনাল খেলা শেষ করেই চট্টগ্রামের উদ্দেশ্যে ৪ দিনের ক্যাম্পে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

সিয়াম বসবাস করেন চাঁদপুর শহরের নতুনবাজার পৌরসভার স্টাফ কোয়ার্টারে। তার বাবার নাম রেজাউল করিম, যিনি পেশায় একজন ড্রাইভার। সিয়াম পড়াশোনা করছেন চাঁদপুর শহরের ডিএন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে (বাণিজ্য বিভাগ)। বামহাতি ব্যাটসম্যান হিসেবে ব্যাট করলেও তিনি বল করে থাকেন ডান হাতে। একজন অলরাউন্ডার হিসেবে তিনি দলের হয়ে খেলেন।

সিয়াম চলতি ২য় বিভাগ ক্রিকেট লীগে ৪টি ম্যাচে ব্যাট করেছেন। এর মধ্যে ২টি হাফ সেঞ্চুরীসহ ৪ ম্যাচে সর্বমোট রান করেছেন ১৯৯। এর মধ্যে সেমি-ফাইনালের ম্যাচে ৬২ রানে অপরাজিত ছিলেন। তার চার-ছক্কার নৈপুণ্যপূর্ণ ব্যাটিংয়ের কারণে তার দল রেড প্রতিপক্ষ গ্রীনের সাথে জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

সিয়াম চারটি ম্যাচের মধ্যে প্রথম খেলায় অঙ্গীকার ক্রীড়াচক্রের সাথে ৯০ রান, দ্বিতীয় ম্যাচে চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টারের সাথে ৮ রান, প্রথম রাউন্ডের শেষ ম্যাচে চাঁদপুর ক্রিকেট একাডেমী ব্লুজের সাথে ৩৯ রান করেন এবং সেমি-ফাইনালে একই ক্লাবের শেখ কামাল স্পোটস্ একাডেমী গ্রীনের সাথে অপরাজিত ৬২ রান করেন। বল হাতেও ১টি উইকেট নেন।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান, এর আগে তিনি জেলা দলের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন। এছাড়া তিনি চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে উদয়ন ক্লাবের হয়ে মাঠে খেলতে নামেন। জেলার ১৮ দলের হয়ে চলতি মওসুমে ভালো খেলার কারণে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রাথমিক পর্বেও ট্রায়ালে সুযোগ পেয়েছেন। তিনি যেনো তার ধারাবাহিকতা সবময়ই ধরে রাখতে পারেন এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পান সেজন্যে জেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়