প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
শাহরাস্তিতে টামটা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাড়া মেগাসিটি। গত ১৬ নভেম্বর উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিলেন টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি।
টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় রাড়া মেগাসিটি ও ইছাপুরা একাদশ। ফাইনাল খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী রেফারী দুদলকে টাইব্রেকারের আমন্ত্রণ জানান। টাইব্রেকারে মেগাসিটি দলটি ইছাপুরা একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশগ্রহণ করে। কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে রাড়া মেগাসিটি ও ইছাপুরা একাদশ ফাইনালে উঠে। ফাইনালের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মকবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ফারুক হোসেন ও ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। টুর্নামেন্টের আহ্বায়ক ছিলেন মোঃ আঃ রব দর্জি, যুগ্ম আহ্বায়ক ছিলেন জাহাঙ্গীর আলম। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ছিলেন ফিরোজ আলম, আলমগীর হোসেন, মাহবুব আলম, ফরিদ হোসেন। মেগাসিটি দলের টিম ম্যানেজার ছিলেন শিক্ষানবিশ আইনজীবী মোঃ আইয়ুব হোসেন ভূঁইয়াসহ অন্যরা।
গত ২৩ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।