প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৩। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৪টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে বলে জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপ-কমিটি সূত্রে জানা গেছে।
প্রতিবছরই জেলা ক্রীড়া সংস্থা থেকে বিজয় দিবস উপলক্ষে বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় জেলা সদরে ৪টি দল নিয়ে আয়োজন করা হয় এ টুর্নামেন্ট।
যদিও বছরের বেশিরভাগ সময়ই এ ধরনের কোনো টুর্নামেন্ট বা লীগ আয়োজন করতে দেখা যায় না জেলা ক্রীড়া সংস্থাকে। এমনকি ঢাকা বাস্কেটবল ফেডারেশন থেকে জেলা পর্যায়ে কিংবা জাতীয় পর্যায়ে বাস্কেটবল খেলোয়াড়দের বিষয়ে অনেক কিছু জানতে চাইলেও উপ-কমিটি সবসময় নীরবই থাকে। কখন কোথায় কোন্ বাস্কেটবল খেলোয়াড় খেলতে যায় বা বছরব্যাপী খেলার কোনো কর্মসূচিই তাদের কাছে থাকে না। শুধুমাত্র বছরের শুরুর মাঝামাঝি ও শেষ সময়ে সরকারি দিবসেই খেলার আয়োজন করে থাকে।
বিজয় দিবস উপলক্ষে বাস্কেট বল টুর্নামেন্ট আয়োজন করার কথা শুনে সাবেক অনেক বাস্কেটবল খেলোয়াড়ের সাথে আলাপকালে তারা বলেন, খেলাধুলার মধ্যে ফুটবল ও বাস্কেটবল খেলা এবং খেলোয়াড় বলতে চাঁদপুরের নাম চলে আসতো। অথচ ওই সময় জেলা ক্রীড়া সংস্থা থেকে এতো সুযোগ-সুবিধা ছিলো না। একজন সাবেক বাস্কেটবল খেলোয়াড়ের নামে আউটার স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুল লাগোয়া বাস্কেটবল মাঠের সামনে ফলকও লাগানো হয়েছিলো। কিন্তু পরবর্তীতে জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ সেই ফলকটিও সেখান থেকে সরিয়ে নিয়েছেন। জেলা ক্রীড়া সংস্থার উচিত এই খেলাটিকে বাঁচিয়ে রাখতে খেলাধুলার বাৎসরিক ক্যালেন্ডারে খেলার সূচি নির্ধারণ করা এবং আর বাস্কেটবল খেলোয়াড় তৈরি করতে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করা।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, এ টুর্নামেন্টে গত বছর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুর সরকারি কলেজ বাস্কেটবল দল। চলতি বছর এ টুর্নামেন্টে অংশ নেয়ার লক্ষ্যে এ পর্যন্ত দুটি দল এন্ট্রি ফি জমা দিয়েছে। এ দলগুলো হলো চাঁদপুর সরকারি কলেজ ও পূর্ব শ্রীরামদী ক্রীড়া চক্র।
জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ও জেলা বাস্কেটবল উপ-কমিটির সভাপতি মনোয়ার চৌধুরীর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, আমরা ৪টি দলকে নিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহেই টুর্নামেন্টটি আয়োজনের চেষ্টা করছি। খেলা শেষ হলেই জয়লাভকারী দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হবে। আশা করি সকল কিছু স্বাভাবিক থাকলে সময়মতো সকল কিছু করা হবে।