শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

শুক্রবার শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ-টেনিস টি-টুয়েন্টির ফাইনাল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আগামী ২৪ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ-টেনিস টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফইনাল খেলা। টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসান। এর আগে গত ২১ জুলাই এ টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। সকাল ১১টায় ফাইনালে মুখোমুখি হবে একই উপজেলার অস্টগ্রাম স্পোর্টিং ক্লাব ও উপলতা স্পোর্টিং ক্লাব। বিকেলেই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলসহ অন্যদের মাঝে পুরস্কার তুলে দিবেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।

টুর্নামেন্টের আয়োজক ও শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু এ প্রতিবেদককে জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ৪০ হাজার টাকা ও রানার্স আপ দল পাবে ট্রফিসহ ২৫ হাজার টাকা। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনলাইন স্পোর্টসের মাধ্যমে দেখানো হবে । তিনি আরো জানান, অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে আশরাফুল ও সাইফুদ্দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দও ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পুরস্কার ছাড়া রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের পুরস্কার।

শাহরাস্তিতে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ প্রথম আসরে অংশ নেয় ৩২টি দল । দলগুলো হলো : সি এন ফ্রেন্ডস্ সার্কেল একাদশ, চাটখিল প্রবাসী কিংস ফাউন্ডেশন, চিতোষী রাজধানী স্পোর্টিং ক্লাব, অস্টগ্রাম স্পোর্টিং ক্লাব, গোল্ডেন স্টার একাদশ, রাগৈ স্পোর্টিং ক্লাব, বরুড়া সূর্যমুখী ক্লাব, বসুপাড়া স্পোর্টিং ক্লাব, সূচিপাড়া ক্রীড়া সংস্থা, রাইজিং স্টার, সূচিপাড়া চলো বহুদূর, সূচিপাড়া পাথৈর ফাইভ স্টার ক্লাব, উপলতা স্পোর্টিং ক্লাব, টাইগার স্পোর্টিং ক্লাব, ইলেভেন স্টার একাদশ, রায়শ্রী টাইগার্স ক্রিকেট ক্লাব, কাকৈরতলা স্পোর্টিং ক্লাব, শাহরাস্তি থানা একাদশ, সবুজ সংঘ একাদশ, মুদাফ্ফরগঞ্জ স্পোর্টিং ক্লাব, প্রবাসী একাদশ, উঘারিয়া স্পোর্টিং ক্লাব, উনকিলা স্পোর্টিং ক্লাব, খেড়িহর একতা একাদশ, বেরনাইয়া ইয়াং স্টার ক্লাব, সোনালী অতীত ক্লাব, কুমোরটলা টাইগার ক্লাব, নগর বাউল স্পোর্টিং ক্লাব, সিটি বয়েজ চাঁদপুর, মনোহরপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব, শাহরাস্তি স্পোর্টিং ক্লাব, মিজান একাদশ, সূচিপাড়া একাদশ।

টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন মিঠু এই টুর্নামেন্টট সফলভাবে শেষ করার জন্যে প্রশাসনিকভাবে সব ধরনের সহযোগিতা চান উপজেলা নির্বাহী অফিসার ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ এবং শাহরাস্তি উপজেলার ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গের কাছে।

সাদ্দাম জানান, টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো আমাদের মেজর রফিক স্যারের। নির্বাচনের কারণে স্যার একটু ব্যস্ত থাকাতে স্যার আসতে পারবেন না বলে জানিয়েছেন। টুর্নামেন্টটি চলতি সপ্তাহের শনিবার হওয়ার কথা ছিলো। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে মাঠে প্রচুর পানি জমে যায়। সে কারণে খেলার আয়োজন করা যায়নি। ইনশাল্লাহ সকল কিছু ভালো থাকলে শুক্রবার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হবে। জেলা ও উপজেলার সকল ক্রীড়ামোদী দর্শককে মাঠে উপস্থিত থাকার অনুরোধ রইলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়