বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

কোয়ার্টার ফাইনালে রাঙ্গামাটির সাথে খেলবে চাঁদপুর
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে নোয়াখালীতে শুরু হয়েছে শেখ রাসেল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। প্রথম রাউন্ডের খেলাগুলো শেষ হয়েছে অনেক আগেই। টুর্নামেন্টের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টে চাঁদপুর জেলা সহ বিভাগের ১২টি দল অংশ নিয়েছে।

চাঁদপুরের দলটি প্রথম ম্যাচ খেলে ২৬ অক্টোবর। তারা দুটি দলের সাথে খেলে দুটি ম্যাচই ড্র করে। আর এর ফলে দলটি কোয়ার্টার ফাইনালে শক্তিশালী রাঙ্গামাটির সাথে খেলার সুযোগ পায়।

কোয়ার্টার ফাইনালের খেলাগুলো চলতি মাসে না হলেও আগামী মাসের প্রথম দিকে শুরু হবে বলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান।

গত ১৮ অক্টোবর থেকে বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়। ৪টি গ্রুপে বিভাগের ১২টি দল অংশ নেয়। গ্রুপ ‘এ’তে লক্ষ্মীপুর, নোয়াখালী ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। গ্রুপ ‘বি’তে কুমিল্লা, বান্দারবান ও ব্রাক্ষণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা। গ্রুপ ‘সি’তে ফেনী, কক্সবাজারার ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং গ্রুপ ‘ডি’তে রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দল।

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩-এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।

চাঁদপুরের দলটি গত ২৬ অক্টোবর বুধবার প্রথম ম্যাচে কক্সবাজারের সাথে ১-১ গোলে ড্র করে। পরের ম্যাচে ২৮ অক্টোবর ফেনীর সাথেও ১-১ গোলে ড্র করে। দুটি ম্যাচেই দু’দলের বিরুদ্ধে প্রথম গোল করেছিলেন চাঁদপুর জেলা দলের ফুটবলাররা। কিন্তু রেফারির শেষ বাঁশি পর্যন্ত চাঁদপুরের ফুটবলারদের অনভিজ্ঞতার কারণে শেষ ১ মিনিটে দুটি দলের সাথে ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ১৮ বছর বয়সের জেলা ফুটবল দলটি। টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচের ভেন্যু ছিলো নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়াম। চাঁদপুর জেলা দলের খেলার সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির অনেক সদস্যই মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন।

বিভাগীয় কমিশনার কাপ ফুটবল উপলক্ষে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির ব্যবস্থাপনায় গত ১৬ অক্টোবর প্রথম পর্যায়ে ২৯ জন ফুটবলার নিয়ে সাবেক ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য টিম ম্যানেজার মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে এবং ফুটবল কোচ ও সাবেক ফুটবলার মহসিন পাটওয়ারীর তত্ত্বাবধানে চাঁদপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করে। প্রতিদিন দুপুর আড়াইটার পর ফুটবলারদের নিয়ে অনুশীলন চলতে দেখা গেছে স্টেডিয়ামে। এরপরই তারা বিভাগীয় কমিশনার কাপ ফুটবলে অংশ নেয়। গত ক’দিন ধরে ফুটবলারদের অনুশীলন বন্ধ রয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, আগামী সপ্তাহ থেকে আবার ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করা হবে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের জেলা দলটির খেলোয়াড়রা নিয়মিত মাঠে অনুশীলন সহ ফুটবল খেলার সাথে জড়িত রয়েছে। আশা করি দলটি ভালো কিছু উপহার দিতে পারবে কোয়ার্টার ফাইনালে।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, এই নিয়ে বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় আসর অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর স্টেডিয়ামে ২০১৯ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় বিভাগীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্ট। সেই বছর চাঁদপুরের দলটি চট্টগ্রাম জেলার সাথে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০২১ সালে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের ফুটবল খেলায় চাঁদপুরের দলটি ৩য় রাউন্ডে খেলার সুযোগ পায়।

জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব শাহির হোসেন পাটওয়ারীর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, জেলা ও উপজেলার উঠতি বয়সী বাছাইকৃত ফুটবলারদের নিয়ে জেলা দল গঠন করা হয়েছে। দলের খেলোয়ড়রা অনেক ভালো খেলেছে। আশা করি, ২য় রাউন্ডে দল ভালো কিছু উপহার দিবে চাঁদপুরবাসীকে। আমাদের দল যাতে ভালো কিছু করতে পারে সেজন্যে জেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আমি আশাবাদী, আমাদের দলটি বিভাগীয় পর্যায়ে ভালো করবে।

জেলা দলের টিম ম্যানেজার ও সাবেক ফুটবলার মনোয়ার হোসেন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, এই নিয়ে বিভাগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টটি ৩য় বারের মতো আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করবো নোয়াখালীতে দলের ভালো খেলা উপহার দিতে। দলে অনেক ভালো ফুটবলার রয়েছে। দলের খেলোয়াড়রা অনেক আন্তরিক। প্রথম দুটি ম্যাচে খেলোয়াড়রা যে ভুল করেছে, আশা করি পরবর্তীতে তারা এই ভুল শোধরিয়ে আরো ভালো কিছু করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

চাঁদপুর জেলা দলের ফুটবলাররা হলেন : জাহিদুল ইসলাম সিয়াম, মারুফ, জাহিদ, সজিব, উদয়, সিজান, আবদুল্লা, নাইম, অমর, বোরহান, সিমরান, রাহিম, সেলিম, মেহেদী হাসান অপু, ইয়াছিন, শাওন, ফরহাদ, প্রান্ত, সজীব (২), সোহেল, ইয়াছিন হোসেন, রাসেল গাজী ও আমিন। কোচ মহসিন পাটওয়ারী।

জেলা দলে প্রথম বারের মতো সুযোগ পাওয়া বেশ ক’জন ফুটবলার এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, জেলা পর্যায়ে বেশ ক'টি টুর্নামেন্ট খেলার কারণে প্রাথমিকভাবে অনুশীলনের সুযোগ পেয়েছি। আমাদের স্টেডিয়ামটি অনুশীলন সহ খেলাধুলার জন্যে সুন্দর একটি মাঠ। এই মাঠটিতে যদি আমাদের মতো যারা ফুটবলের সাথে জড়িত রয়েছে, তাদের জন্যে নিয়মিত ফুটবল অনুশীলন সহ নিয়মিত ফুটবল লীগ কিংবা ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হতো, তাহলে আমরা আরো ভালো খেলা সহ দর্শকদের মন জয় করতে পারতাম। বিভাগীয় পর্যায়ের খেলার জন্যে অনেক আগ থেকেই বাছাইকৃত ফুটবলারদের নিয়ে অনুশীলন করার দরকার ছিলো। বড় বড় লীগ কিংবা টুর্নামেন্টের জন্যে দলের কর্মকর্তাদের অনেক আগ থেকেই গেম প্ল্যান করা উচিত। আমরা চেষ্টা করবো দলকে ভালো কিছু দেয়ার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়