প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০
এখনও প্রাইমারির গণ্ডি পেরোয়নি। বাবা ও মায়ের অনুপ্রেরণাতে নিয়মিত মাঠে চলে আসেন ক্রিকেট অনুশীলনে। নিয়মিত স্কুলের পড়াশোনার কাজ শেষ করেই দুপুরে চলে আসেন চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল একাডেমীতে। তার নাম মোঃ সাবাত হাওলাদার। বাবার নাম ছিদ্দিকুর রহমান হাওলাদার। তারা বসবাস করে চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায়। সাবাত পড়াশোনা করছে কোড়ালিয়া এলাকার পৌর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে। এলাকাতে অন্য বন্ধুদের সাথে ছোটকাল থেকেই ক্রিকেট খেলে। তার মা তাকে এনে শেখ কামাল একাডেমীতে ভর্তি করিয়ে দেন।
ক্রীড়াকণ্ঠের প্রতিবেদক চৌধুরী ইয়াসিন ইকরামের সাথে মাঠে অনুশীলন চলাকালে সাবাত বলে, আমার ক্রিকেট খেলা অনেক ভালো লাগে। তাই আমি আমার মাকে জানালে মা আমাকে একাডেমীর কোচ বাবু স্যারের কাছে এনে ভর্তি করিয়ে দেন। আমি ডান হাতে ব্যাটিং করি। আমি সাকিব আল হাসান ও বাবর আজমের খেলা নিয়মিত দেখে থাকি। এছাড়া ওই সমস্ত ক্রিকেটারের খেলা ফলো করি। একাডেমীতে যে স্যারেরা কোচিংয়ের সাথে জড়িত রয়েছেন, তারা খেলার বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি ধরিয়ে দেয়াসহ খেলার ব্যাপারে উৎসাহ দেন। ২ ভাই ১ বোনের মধ্যে সে সবার বড়। তাকে খেলাধুলার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে উৎসাহ দেয়া হয় বলে জানায়। তার ইচ্ছা সে যেনো একজন ভালো ব্যাটসম্যান হতে পারে এবং নিয়মিত খেলাধুলা চালিয়ে যেতে পারে। এজন্যে সকলের দোয়া চেয়েছে।