প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০
নিজের গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার দামোরদরদী এলাকাতে হলেও বর্তমানে বসবাস করে চাঁদপুর শহরের মাদ্রাসা রোডে। পড়াশোনা করছে চাঁদপুর সদরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ে। তার নাম সাজিদ হোসাইন। বাবার নাম মোঃ মুর্তুজা আলী। ১ ভাই ১ বোনের মধ্যে সে বড়। চাঁদপুরে শেখ কামাল একাডেমীর কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই নিয়মিত পড়াশোনার পাশাপাশি অনুশীলন করে যাচ্ছে। ডানহাতি এই ব্যাটসম্যান ক্রিকেটে বাংলাদেশের শান্ত ও ভারতের বিরাট কোহলীর খেলা নিয়মিত দেখে এবং তাদের ব্যাটিং ফলো করে।
ক্রীড়াকণ্ঠের প্রতিবেদক চৌধুরী ইয়াসিন ইকরামের সাথে অনুশীলন চলাকালে তিনি বলে, আমি মাঠে নিয়মিত খেলা দেখতে আসতাম। তখন একাডেমীর কোচ বাবু ভাইয়ের মাধ্যমে আমি একাডেমীতে ভর্তি হই। এখন নিয়মিত মাঠে অনুশীলন করি। একাডেমীর স্যারেরা খেলার ব্যাপারে অনেক সহযোগিতা করে। ইতিমধ্যে জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৪ দলের হয়ে মেডিকেল করিয়েছি। আশা করি সুযোগ পেলে ভালো ক্রিকেট খেলা উপহার দিতে পারবো। নিয়মিত মাঠে খেলাধুলা হলে আমাদের জন্য ভালো হতো। তবে আমার লক্ষ্য একজন ভালো উইকেট রক্ষকের পাশাপাশি ভালো ব্যাটসম্যান হওয়া। বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম কিন্তু উইকেট রক্ষকের পাশাপাশি ব্যাটিংও করে থাকেন। আমি যাতে ভালো ক্রিকেটার হতে পারি এজন্যে সকলের দোয়া চাই।