শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০

এভারগ্রীন ক্লাবের বাজেট সভা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর এভারগ্রীন ক্লাবের দশম বাজেট উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ অক্টোবর শনিবার রাতে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয় (মেডিকম ডায়াগনস্টিক সেন্টার)-এ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ডাঃ জালাল উদ্দিন রুমী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও ক্লাবের মহাসচিব আবুল কালাম ভূঁইয়া। অনুষ্ঠানে বাজেট পেশ করেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান।

সভায় বক্তব্য রাখেন ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা অধ্যাপক মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঝুটন, মোঃ আলমগীর মিয়াজী আলম (আলম ব্রাদার্সের স্বত্বাধিকারী), ক্লাবের সদস্য ও সোনালী ব্যাংক (চাঁদপুর প্রধান শাখা)-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মনির হোসেন, প্রকৌশলী সুলতান মাহমুদ, মতলব জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম পাটওয়ারী, ক্লাবের ক্রীড়া সম্পাদক লক্ষ্মণ সরকার, সাবেক পৌর কাউন্সিলর মোঃ মাইনুল ইসলাম পাটওয়ারী, আলিকোর মাকছুদুর রহমান, প্রভাষক মোঃ মুরাদ হোসেন, শিক্ষক নেতা মোঃ মাসুদুর রহমান প্রমুখ।

ক্লাবের বাজেট সভায় সকল সদস্যের উপস্থিতিতে সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী ১৩ অক্টোবর শুক্রবার ক্লাবের পক্ষ থেকে নবম এভারগ্রীন ক্লাবের পুরস্কার বিতরণ ও ফ্যামিলি ডে অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্লাবের প্রধান উপদেষ্টা চাঁদপুরের সাবেক এডিসি জেনারেল ও বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

ক্লাবের সভাপতি ডাঃ জালাল উদ্দিন রুমী, মহাসিচব আবুল কালাম ভূঁইয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মশিউর রহমান এ প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, আমাদের ক্লাবে নিয়মিত খেলাধুলা সহ ক্লাব সদস্যরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। আমরা শীতের মৌসুমে ক্লাব সদস্যদের নিয়ে নিয়মিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করি। আগামী শুক্রবারে গত বছর অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণসহ ফ্যামিলি ডের আয়োজন করা হবে। আমরা চাই ক্লাবের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডসহ নিয়মিত খেলাধুলা চালানোর জন্য। এজন্যে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়