প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অন্যান্য জেলার ন্যায় চাঁদপুর জেলাতেও জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে। চাঁদপুর স্টেডিয়ামে দুটি টুর্নামেন্টের প্রথম পর্যায় ও কোয়ার্টার ফাইনালের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ১২ অক্টোবর টুর্নামেন্টের জেলা পর্যায়ের সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গত ৬ অক্টোবর এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। টুর্নামেন্টে বালক ও বালিকাতে জেলা সদরসহ ৮ উপজেলা ও চাঁদপুর পৌরসভার দলগুলো অংশ নেয়। শুক্রবার (১৩ অক্টোবর) টুর্নামেন্টগুলোর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে বলে জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। টুর্নামেন্টের ফাইনালে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল এবং চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনূর্ধ্ব-১৭ বছরের কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। এ টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়িত হলে এসডিজি অর্জনে সহায়ক ভূমিকা পালন হবে। বিশেষ করে এটি অন্তর্ভুক্তিমূলক হবে এবং সকলকে নিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া ত্বরান্বিত করবে।
জাতীয় পর্যায়ের এ টুর্নামেন্ট ৪টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে উপজেলা, ২য় পর্যায়ে জেলা, ৩য় পর্যায়ে বিভাগীয় এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে এ খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে (শুধুমাত্র বালকদের জন্যে) ইউনিয়নভিত্তিক দল গঠন করে আন্তঃইউনিয়ন খেলার মাধ্যমে সেরা খেলোয়াড়দের নিয়ে উপজেলা দল গঠিত হয়। উপজেলার অন্তর্ভুক্ত পৌরসভা দল (প্রযোজ্য ক্ষেত্রে) এ টুর্নামেন্টের দল গঠনের ক্ষেত্রে ইউনিয়নের সমতুল্য হিসেবে বিবেচিত হবে। উপজেলা দল জেলা পর্যায়ে আন্তঃউপজেলা খেলায় অংশগ্রহণ করবে। জেলা পর্যায়ের খেলাতে অংশ নিতে পারবে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকারা। চাঁদপুর জেলাতে বর্তমানে জেলা পর্যায়ের খেলাগুলোই অনুষ্ঠিত হচ্ছে। এ টুর্নামেন্টের খেলা চলাকালে যদি কোনো দল গোল না দিতে পারে তাহলে টাইব্রেকারের মাধ্যমে খেলার পরিসমাপ্তি করা হবে।
চাঁদপুর জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া অফিসার সূত্রে জানা যায়, আগামীকাল ১২ অক্টোবর বৃহস্পতিবার বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেচ্ছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে সকাল সাড়ে ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে লড়বে চাঁদপুর পৌরসভা ও ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল। দুপুর আড়াইটায় একই ভেন্যুতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবে হাজীগঞ্জ উপজেলার সাথে মতলব দক্ষিণ উপজেলা। দুটি সেমি-ফাইনালে যারা জয়ী হবে তারাই শুক্রবার জেলা পর্যায়ের ফাইনালে খেলবে।
একই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে দুপুর ১২টায় লড়বে চাঁদপুর পৌরসভা ও কচুয়া উপজেলা ফুটবল দল। একই ভেন্যুতে ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে বিকেল ৪টায় দিনের শেষ সেমি-ফাইনালে লড়বে হাজীগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা ফুটবল দল। দুটি সেমি-ফাইনালে যে দলগুলো জয়ী হবে তারা টুর্নামেন্টের ফাইনালে শুক্রবার খেলতে পারবে।
জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব গোল্ডকাপে চাঁদপুর জেলাতে তৃণমূল পর্যায় থেকে ৮৯টি ইউনিয়ন এবং ৭টি পৌরসভার দল অংশগ্রহণ করে। সর্বমোট ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দলগুলোতে ১ হাজার ৯শ’ ২০ জন বালক ফুটবলার খেলার সুযোগ পায়। আর জেলা পর্যায়ে ৮টি উপজেলা সহ চাঁদপুর পৌরসভার দল নিয়ে বালক ও বালিকাতে ৩৬০ জন ফুটবলার ও প্রমীলা ফুটবলার অংশ নেন। জেলা পর্যায়ে অংশ নেয়া দলগুলো থেকেই বালক ও বালিকা ১৮ জন বাছাই করে বিভাগীয় পর্যায়ের জন্যে দল গঠন করা হবে। অর্থাৎ বিভাগীয় পর্যায়ে চাঁদপুর দলটি বঙ্গবন্ধু (অনূর্ধ্ব-১৭ বালক) এবং বঙ্গমাতা (অনূর্ধ্ব-১৭ বালিকা) ফুটবলে বাছাইকৃত খেলোয়াড় ও প্রতিভাবানদের নিয়ে দু টুর্নামেন্টের জন্য ৩৬ জন খেলোয়াড় দ্বারা আমরা জেলা পর্যায়ে দল গঠন করবো।
জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিটি খেলায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ তাদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা মাঠে খেলা দেখতে আসেন। এ টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ভাইসহ কমিটির অনেকেরই সহযোগিতা রয়েছে। জাতির পিতার নামে আয়োজিত টুর্নামেন্টের সেমি-ফাইনাল ও ফাইনাল খেলায় সকল ক্রীড়ামোদী দর্শককে মাঠে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে জেলা ক্রীড়া অফিসার।