শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

অপরাজিত চ্যাম্পিয়ন কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবি
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

খেলার মাঠে বিশেষ করে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত উপজেলা ও জেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলাগুলোতে উপস্থিত অতিথি ও ক্রীড়ামোদী দর্শকদের সুন্দর খেলা উপহার দিয়েছে চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজেন এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। ফাইনাল খেলায় প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবির খেলোয়াড়দের খেলা দেখে প্রশংসা করেছেন। দলটি এবারের জেলা পর্যায়ের টুর্নামেন্টে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এর আগেও জেলা পর্যায়ের খেলায় এই বিদ্যালয়টি ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে গিয়ে রানার্সআপ হয়েছিলো।

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া এ দলটি এ বছর ইউনিয়ন পর্যায়ে উত্তর বালিয়া সপ্রাবি, চাপিলা সপ্রাবি, উত্তর বালিয়া দক্ষিণ সপ্রাবি, ফরক্কাবাদ সপ্রাবিকে হারিয়ে উপজেলা পর্যায়ে খেলার সুযোগ পায়। উপজেলা পর্যায়ের খেলায় হানারচর সপ্রাবি, জনতা বাজার সপ্রাবি, সেমি-ফাইনালে চাঁদপুর সদরের ৩নং বালক সপ্রাবি ও ফাইনালে খেরুদিয়া সপ্রাবিকে টাইব্রেকারে হারিয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ পায়। জেলা পর্যায়ে কচুয়া হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সেমি-ফাইনালে মতলব দক্ষিণের ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে জয়লাভ করে। আর ফাইনালে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে জয়ী হয়ে জেলা পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দলটির সাথে টুর্নামেন্টের শুরু থেকেই ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন। দলের খেলোয়াড়দের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদানে তাদের সাথে আরো ছিলেন এম. আর. সবুজ ও কাজী মোঃ ইমরান হোসেন। আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোঃ মহসিন। দলের সাথে ফাইনালের দিন দেখা গেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটির কর্মকর্তাসহ স্থানীয় এলাকাবাসীকে।

জেলা পর্যায়ে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হওয়া এ বিদ্যালয়টি চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ২০১৪ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ওই বছরই শ্রেণি কার্যক্রমও শুরু হয়। এ বিদ্যালয়টির জমিদাতা ও প্রতিষ্ঠাতা হচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। বিদ্যালয়টির নামকরণ করা হয় তাঁর দাদার নামে।

বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা হলো : মোঃ তাসিন, রবিউল হাসান, নুরুননবী মিয়াজী, গাজী মোঃ আবু হানিফ, মোঃ তানভীর হোসেন, মোঃ মাহিন, মোবারক হোসেন মারুফ, নয়ন হোসেন, জাহিদুল ইসলাম, মোঃ রনি গাজী, মোঃ শুক্কুর আলম, রাব্বি হোসেন, সোহাগ গাজী, নাহিদুল হাসান, রায়হান চকিদার, ইয়াসিন আহমেদ ও রায়হান মিয়াজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়