শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর স্টেডিয়ামে আইনজীবী ও সহকারীদের প্রীতি ফুটবল ম্যাচ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আইনজীবী ও সহকারী (মুহুরী)-এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। ৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুদলেই অংশ নেন জেলা আইনজীবী সমিতির আইনজীবী ও চাঁদপুর আইনজীবী সহকারী সমিতির সদস্যরা। খেলায় ১-০ গোলে জয়লাভ করে সহকারী সমিতির দল। দুদলই শুরু থেকে গোল করার জন্যে পুরো মাঠ জুড়ে খেলেন। খেলার প্রথমার্ধ দুদলই গোলশূন্যভাবে শেষ করে। দ্বিতীয়ার্ধের শুরুতে দুদলই বেশ ক'জন খেলোয়াড়কে বদলি করে মাঠে নামায়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে আইনজীবী সহকারী দলের মধ্যমাঠের খেলোয়াড়রা আইনজীবীদের রক্ষণভাগ ভেঙ্গে জয়সূচক গোল করেন। এরপর আইনজীবী দলের ফুটবল খেলোয়াড়রা গোল পরিশোধ করার জন্যে বেশ ক'বার চেষ্টা করেন। শেষার্ধে ১-০ গোল নিয়েই খেলা শেষ হয়।

প্রীতি ম্যাচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ আব্দুল হান্নান কাজী, আইনজীবী শিহাবুল শিবলী, সোহাগ ও রিয়াদ এবং আইনজীবী সহকারী দলের পক্ষে জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান (জামান), সিনিয়র সহকারী আলী আকবর, মেহেদী হাছান, আনোয়ার হোসেন বাবু, রিপন সরকার, দুলাল মুন্সি ও সহকারী সমিতির রানিং অডিটর মোঃ শিপন বাবু।

খেলায় অংশ নেয়া চাঁদপুর আইনজীবী সমিতির খেলোয়াড়রা হলেন : অ্যাডঃ হান্নান কাজী, অ্যাডঃ জসিমউদ্দিন (২), অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাডঃ শিহাবুল আলম শিবলী, অ্যাডঃ সোহাগ হোসেন, অ্যাডঃ রিয়াদ হোসেন মুনতাসির, অ্যাডঃ সানজিদ সানি, অ্যাডঃ মহিউদ্দিন সরকার, অ্যাডঃ মহিউদ্দিন মুন্সি, অ্যাডঃ আবুল বাশার, অ্যাডঃ কামরুল ইসলাম, অ্যাডঃ আতিকুর রহমান, অ্যাডঃ আলমগীর, অ্যাডঃ শেখ সাদি, অ্যাডঃ নারায়ণ ও আবু বক্কর।

চাঁদপুর আইনজীবী সহকারী দলের খেলোয়াড়রা হলেন : মোঃ জাহাঙ্গীর আলম সজিব, মোঃ নাহিদ তালুকদার, মোঃ জাকির হোসেন মিঠু, মোঃ শিপন বাবু, মোঃ হাবিবুর রহমান আখন্দ, মোঃ ফাহিম, মোঃ আল-আমিন, মোঃ আবু সাঈদ, মোঃ সাগর, মোঃ সিয়াব, মোঃ কাদির, মোঃ কাউছার, মোঃ রাসেল, মোঃ সিয়াম, তন্ময় রায় ও মোঃ শরীফ হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়