শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

আউটস্ট্যাডিং বডিবিল্ডিং অ্যাওয়ার্ড পেলেন চাঁদপুরের শহীদ রহমান
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আউটস্ট্যাডিং বডিবিল্ডিং অ্যাথলেট অ্যাওয়ার্ড পেলেন চাঁদপুরের জিম শহীদ। গত ৮ সেপ্টেম্বর ঢাকা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় ফিট এন্ড ফিটনেস হেলথ ক্লাবের উদ্যোগে রংধনু গ্রুপ বাংলাদেশের ছয়জন বডিবিল্ডারকে তাদের বডিবিল্ডিং ক্যারিয়ারে অসাধারণ অবদান রাখার জন্যে রংধনু গ্রুপ আউটস্ট্যান্ডিং অ্যাথলেট অ্যাওয়ার্ড প্রদান করেছে এবং তাদের ফিট এন্ড ফিটনেস হেলথ ক্লাবে আজীবন সদস্যপদ দিয়েছে।

অ্যাওয়ার্ড প্রাপ্ত ছয়জন বডিবিল্ডার হলেন : তামীর আনোয়ার (মিস্টার বাংলাদেশ এবং আইএফবিবিপ্রো), সাকিব নাজমুস (মিস্টার বাংলাদেশ), সুমন চৌধুরী (মিস্টার বাংলাদেশ), শেখ জামাল (মিস্টার বাংলাদেশ), রিয়াজ উদ্দিন (মিস্টার বাংলাদেশ) ও শহীদ রহমান (মাস্টার বাংলাদেশ)।

শহীদুর রহমানের বাবার নাম মরহুম আবদুল মালেক মিয়া (অবঃ সেনাবাহিনীর সদস্য)। তারা বসবাস করেন হাজী মহসিন রোড এলাকার ছৈয়াল বাড়ি সড়কে। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি তৃতীয়। এর আগেও চাঁদপুরের ড্রিম জিম অ্যান্ড ওয়েলনেস সেন্টারের শহীদুর রহমান জাতীয় শরীর গঠনের দুদিনে ছয়টি স্বর্ণে ও নিষ্পত্তিতে মাস্টার মেন্স ওপেন ক্যাটাগরিতে স্বর্ণপদক জয়লাভ করেছেন। জাতীয় বডি বিল্ডিং মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে ড্রিম জিম এন্ড ওয়েলনেস সেন্টারের ট্রেইনার শহীদুর রহমান স্বর্ণপদক জয়লাভ করায় তাকে জিম সেন্টারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছিলো। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডাঃ জেআর ওয়াদুদ টিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অ্যাথলেট অ্যাওয়ার্ড ও আজীবন সদস্যপদ লাভ করার পর তার অনুভূতি নিয়ে ক্রীড়াকণ্ঠের এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি। আমরা যে ৬ জন এই অ্যাওয়ার্ড পেয়েছি, তার মধ্যে চট্টগ্রাম বিভাগের মধ্যে আমি একজনই আর বাকি ৫ জন ঢাকার। আমার খুব ভালো লাগছে। আমি চাই নিয়মিতভাবে আমার ধারাবাহিকতা ধরে রাখার জন্যে। আমাকে বিভিন্ন বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যে আমার পরিবারের সদস্যরাসহ চাঁদপুর ড্রিম জিম সেন্টারের সাথে জড়িত সকলেই অনেক উৎসাহ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়