প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ২০তম জেলা প্রশাসক কাপ ও প্রথমবারের মতো নারী ফুটবলারদের নিয়ে আন্তঃউপজেলা প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩। টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ফুটবল টুর্নামেন্টের খেলাগুলোর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
জেলা ক্রীড়া সংস্থা থেকে এ দুটি টুর্নামেন্টের জন্যে চলতি মাসের প্রথম সপ্তাহে তারিখ নির্ধারণ এবং পরবর্তীতে ১২ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩য় সপ্তাহে শুরু না হলেও শেষ সপ্তাহে টুর্নামেন্টের খেলাগুলো শুরু হবে।
জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির ব্যবস্থাপনায় ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলবে জেলার শক্তিশালী উপজেলা দল ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা। ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো ফরিদগঞ্জ উপজেলা এবং রানার্সআপ হয়েছিলো চাঁদপুর সদর। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে আরো জানা গেছে, একই দিন দুটি টুর্নামেন্টের উদ্বোধন হওয়ার কথা। জেলা প্রশাসক কাপ ফুটবল ও প্রমীলা ফুটবলে অংশ নেবে জেলার ৮ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।
এবারের জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ২৫ হাজার টাকাসহ ট্রফি দেয়া হবে। পাশাপাশি প্রমীলা দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্যে রয়েছে নগদ অর্থসহ পুরস্কার। প্রতিটি উপজেলা দলে ৫ জন বিদেশি খেলোয়াড় ও বাকি ৬ জন স্থানীয় খেলোয়াড় খেলতে পারবেন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রাও খেলতে পারবেন। আর স্থানীয় ফুটবলাররা কোটা অনুযায়ী টুর্নামেন্টে বিভিন্ন উপজেলা দলের হয়ে খেলতে পারবেন।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সম্প্রতি চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ ও এসএম মোসা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য সুভাষ চন্দ্র রায়, ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান প্রমুখ। অনুষ্ঠানে সকল উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এই প্রতিবেদককে জানান, চলতি মাসেই এ টুর্নামেন্টের উদ্বোধন হবে বলে আশা করছি। ইতিমধ্যে জেলা প্রশাসক কাপ ফুটবল ও প্রমীলা ফুটবল দলে অংশ নেয়া দলগুলোর মধ্যে ফিকশ্চারও করা হয়েছে। শুধু খেলার তারিখ নির্ধারণ করা হয়নি। আশা করি চলতি সপ্তাহেই টুর্নামেন্টের উদ্বোধনের তারিখ জানিয়ে দিতে পারবো। টুর্নামেন্টের প্রধান অতিথির তারিখের অপেক্ষার জন্যেই আমরা রয়েছি। আশা করি টুর্নামেন্টের উদ্বোধনের পরই ফিকশ্চারের তারিখ অনুযায়ী খেলাগুলো আমরা পরিচালনা করবো। আর প্রথম বারের মতো জেলাতে প্রমীলা ফুটবলের আয়োজন করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। আন্তঃউপজেলা প্রমীলা ফুটবলে প্রত্যেক উপজেলা থেকেই নারী ফুটবলারদের নিয়ে দল প্রস্তুত চলছে বলে জানা গেছে। আমরা যেনো টুর্নামেন্টের খেলাগুলো সুন্দর মতো পরিচালনা করতে পারি, সেজন্যে সকলের সহযোগিতা কামনা করছি।
জেলা প্রশাসক কাপ ফুটবল ও প্রমীলা ফুটবল টুর্নামেন্ট নিয়ে জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামের সাথে আলাপকালে তিনি এ প্রতিবেদককে জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ বছরের জেলা প্রশাসক গোল্ডকাপ বিগত সকল বছরের আয়োজনকে ছাড়িয়ে যাবে। কারণ, ইতিমধ্যে প্রতিটি উপজেলা তাদের সম্ভাব্য দল গঠন করে প্রস্তুতি শুরু করেছে। সকল উপজেলার লক্ষ্য চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলা। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে কাজ শুরু করেছে। জেলা প্রশাসন থেকে গঠিত বিভিন্ন উপ-কমিটিগুলোর প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ প্রমীলা ফুটবলে অনেক দূর এগিয়ে গেছে। কারণ, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় মধ্যে শ্রেষ্ঠ। চাঁদপুর জেলার ভালো প্রমীলা ফুটবল খেলোয়াড়দেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে আমরা সকল উপজেলার মধ্যে বণ্টন করে দেবার ব্যবস্থা করেছি। স্থানীয় ভালো খেলায়াড় ও বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে প্রতিটি দলের কম্বিনেশন ভালো হবে। যার ফলস্বরূপ প্রতিটি উপজেলার দলগুলো অনেক শক্তিশালী হবে। চাঁদপুর জেলায় ভালো মানের অনেক প্রমীলা ফুটবলার আছে। এ ধরনের বড় আসরে খেলার মাধ্যমে তারা ভবিষ্যতে বড় বড় টুর্নামেন্টে ভালো করবে।
জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক ও সাংবাদিক নুরুন্নবী নোমানের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, টুর্নামেন্টে আমাদের দল অংশ নিবে। আমরা আমাদের দল গঠনের জন্যে জাতীয় পর্যায়ের ফুটবলারসহ স্থানীয় ফুটবলারদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। খেলার নির্ধারিত তারিখ পড়লে এবং জাতীয় ফুটবলাররা যদি সুযোগ পান, তাহলে আমরা ভালো দল গঠন করেই মাঠে নামবো। খেলার ফিকশ্চার হাতে পেলেই আমরা সবকিছুতেই এগুতে পারবো। আর প্রমীলা দল নিয়ে এর আগেও আমাদের উপজেলা খেলেছে। আমরা প্রমীলা দল গঠনের ক্ষেত্রে জেলা ও উপজেলার নারী ফুটবলারদের সাথে যোগাযোগ রেখেছি। আশা করি যেভাবে দলগঠনের প্রস্তুতি নিচ্ছি এবং উপজেলার সকল পর্যায়ের সকলের সহযোগিতা পাচ্ছি, এবারো আমাদের উপজেলা জেলা পর্যায়ের শিরোপা জয়লাভ করবে ইনশাআল্লাহ।