বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০

গোপীবাগ উদয়ন ও সূর্যমুখী যুব ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

সম্প্রীতির বন্ধন ও খেলাধুলার চর্চা অব্যাহত রাখার জন্যে চাঁদপুর স্বর্ণখোলা সূর্যমুখী যুব ক্লাব ও ঢাকা গোপীবাগ উদয়ন যুব সংঘের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর স্টেডিয়ামে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। বৃষ্টির মধ্যেও খেলা দেখার জন্যে চাঁদপুর এবং ঢাকার হরিজন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

খেলায় ঢাকা গোপীবাগ উদয়ন যুব সংঘের সাথে টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে চাঁদপুর সূর্যমুখী ক্লাব।

খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী মহেশ হরিজন, হেলা পঞ্চায়েত কমিটি চাঁদপুরের সাধারণ সম্পাদক মহেশ হরিজন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি মাস্টার খোকন চন্দ্র দাস, শ্রীশ্রী সন্তোষী মাতার মন্দির কমিটির সভাপতি শ্যামল হরিজন, সূর্যমুখী যুব ক্লাব চাঁদপুরের সভাপতি কাজল হরিজন, সাধারণ সম্পাদক বিপ্লব হরিজন, সহ-সভাপতি তপন হরিজন, সাংগঠনিক সম্পাদক বিশাল লাল হরিজন, বাংলাদেশ ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক খোকন চন্দ্র, পুরাণবাজার হরিজন কলোনী দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি কৈলাস হরিজন, সূর্যমুখী যুব ক্লাবের ক্রীড়া সম্পাদক বিকাশ হরিজন সহ অন্যান্য অতিথি।

দুদলে অংশ নেয়া খেলোয়াড়রা হলেন : সূর্যমুখী যুব ক্লাব, স্বর্ণখোলা চাঁদপুর--তরুণ (অধিনায়ক), দীপ্ত (গোলরক্ষক), অমিত, জয়, সংগীত (গোলরক্ষক), ইমন, অজিত, শান্ত, রিতিক, প্রথম, প্রশান্ত, বিকি, সুমিত, অনিক, কারান, সীমান্ত, সুব্রত, কিষান, নিলয়, রাহুল, জয়ন্ত ও বিশ্বজিৎ।

ঢাকা গোপীবাগ উদয়ন যুব সংঘ, দক্ষিণ কমলাপুর রেলওয়ে কলোনী--মাসুম (অধিনায়ক), সোহেল, অন্তর, রাজা, রুবেল, বিপ্লব, শংকর, অজয়, শাওন, কার্তিক, অজিত, রাকিব (গোলরক্ষক), নদী, দুর্জয়, সুজন ও জয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়