প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০
চট্টগ্রাম বিভাগীয় রিজিওনাল ক্রিকেট সমন্বয় সভায় অংশ নিলেন চাঁদপুরের ২ কর্মকর্তা। এঁরা হলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও চাঁদপুর জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী।
গত ২২ আগস্ট রিজিওনাল ক্রিকেট কমিটির আমন্ত্রণে প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সভায় সভাপতিত্ব করেন রিজিওনাল ক্রিকেট কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন।
সভায় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার দু কর্মকর্তা সহ বিভাগীয় কোচ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সাধারণ সম্পাদক ও জেলার ক্রিকেট কোচরা অংশ নেন। এ সময় তারা ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মত প্রকাশ করেন।
জানা যায়, সমন্বয় সভায় অংশ নেয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ এবং জেলা কোচদের সঙ্গে প্রস্তাবিত অনূর্ধ্ব ২৩ ক্রিকেট টুর্নামেন্ট সহ চট্টগ্রাম বিভাগের ক্রিকেট উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
অনূর্ধ্ব ১৭ বয়স থেকে অনূর্ধ্ব ২৩ বয়সী ক্রিকেটারদেরকে এই টুর্নামেন্টে খেলার কথা বলা হয়। প্রতিটি জেলায় ক্রিকেট লীগ অনুষ্ঠানের ব্যাপারে জোর দেয়া হয়। যারা নিয়মিত ক্রিকেট লীগ পরিচালনা করবে না তাদেরকে রিজিওনাল ক্রিকেটে জবাবদিহি করা এবং এই টুর্নামেন্ট থেকে বা আর্থিক যে কোনো সহায়তা থেকে বাদ দেয়া হবে বা বঞ্চিত করা হবে বলে সমন্বয় সভায় উপস্থিত সকলের মতামতে সিদ্ধান্ত নেয়া হয় ।