শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০

চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচে অংশ নিলো এসএসসি '৯৮ ব্যাচ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আজ থেকে প্রায় ২৫ বছর আগে একসাথে একই বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত জেলা শহরের বা সদরের বিভিন্ন স্কুলে তারা পড়েছেন। অনেক সময় ক্লাসের কিছু কিছু সাবজেক্ট এক হওয়াতে প্রাইভেটও পড়তে হয়েছে গ্রুপ ভিত্তিক একই স্যারের কাছে। নিজ নিজ হাই স্কুলের হয়ে পড়াশোনায়ও তারা ভালো রেজাল্ট করেছেন। তাদের বিদ্যালয় জীবন শেষে কিংবা এসএসসি পরীক্ষা দেয়ার পরই তাদের পারস্পরিক সম্পর্ক কিন্তু শেষ হয়ে যায়নি। প্রত্যেকেই প্রত্যেকের বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বর্তমানে অনেকেই বিভিন্নভাবে কিংবা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। নিজ জেলা কিংবা রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ অনেক স্থানেই রয়েছে তাদের পদচারণা। তারপরও তারা ভুলে যাননি হাইস্কুল জীবনে পড়ুয়া বন্ধুদের। আর এই বন্ধুত্বের সম্পর্কের কারণেই প্রতি বছর তারা আয়োজন করেন ইফতার মাহফিলসহ ঈদ পরবর্তীতে গেট টুগেদার। এছাড়া তাদের এই গ্রুপ থেকে তারা নিয়মিতভাবে সামাজিক কাজকর্মও করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ১৯ আগস্ট শুক্রবার জেলা শহরের ৩টি স্কুলের সাবেক এসএসসি পড়ুয়া বন্ধুরা (এসএসসি '৯৮ ব্যাচ) মিলে একই দিনে ক্রিকেট ম্যাচে অংশ নেয়।

চাঁদপুর স্টেডিয়ামে ওই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত একই ব্যাচের বন্ধুরা মিলে ৩টি দলের হয়ে ক্রিকেট খেলায় অংশ নেন। কিন্তু বৃষ্টির জন্যে খেলার ম্যাচগুলো ঠিকমতো মাঠে গড়ায়নি। দলগুলো ছিলো : ফেলকন '৯৮, পাওয়ার হিটার '৯৮ ও চাঁদপুর টাইগার্স।

ফেলকন দলের খেলোয়াড়রা হলেন : ইমন (অধিনায়ক), কাসুর, শামিম, নিতুন, আজমির, আজাদ, মাসুদ, কামরুল, মামুন, আল মামুন ও জুয়েল।

পাওয়ার হিটার দলের খেলোয়াড়রা হলেন : বাপ্পি (অধিনায়ক), আরেফিন, রনি, মুসফিক, বাবু, মিলন, আল-আমিন, আনোয়ার, শরীফ, রবিন , বিশ্বজিত ও সোহেল।

চাঁদপুর টাইগার্স দলের খেলোয়াড়রা হলেন : জসিম (অধিনায়ক), শাকিল, রিপন, মাসুদ, কবির, সুমন, জনি, মাহবুব, সুমন খান, সাফায়েত, অপু ও সোহেল।

ক্রিকেট ম্যাচের আয়োজকদের মধ্যে এ প্রতিবেদকের সাথে '৯৮ ব্যাচের ক্রিকেটার শামিম জানান, আমরা সকলের সাথে এখনও সম্পর্ক ধরে রেখেছি। আমরাই প্রথম চাঁদপুরে বন্ধুদের নিয়ে ব্যাচ অনুযায়ী ইফতার মাহফিলসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছি। ক্রিকেট খেলাসহ বিভিন্ন ইভেন্টের খেলাধুলা আমাদের মাঝে প্রায়ই হয়। আমাদের বন্ধুদের নিয়ে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। এজন্যে আমরা সকলের দোয়া ও সহযোগিতা চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়