প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলার বয়সভিত্তিক ক্রিকেট দলের ক্রিকেটারদের মেডিকেল অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। এ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলার এবং জেলা সদরের দু ক্রিকেট একাডেমীর বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটারদের ফরম পূরণ করা হয়েছে। গত ২৬ আগস্ট শনিবার বিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য ও লিয়াজোঁ অফিসার, জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকীর মাধ্যমে ক্রিকেটারগণ বয়সভিত্তিক ক্রিকেটের ফরম পূরণ করেন।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, সেপ্টেম্বরের ২য় ও ৩য় সপ্তাহে বিসিবি থেকে মেডিকেল অফিসারসহ বিসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ মেডিকেল কার্যক্রমে অংশ নিবেন। এই মেডিকেলে যারা উত্তীর্ণ হবেন তারাই পরবর্তীতে জেলা দলের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে অংশ নিতে পারবেন। বয়সভিত্তিক ক্রিকেটারদের ফরম পূরণ কার্যক্রমে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির পক্ষ থেকে সাবেক ক্রিকেটার এসএম মুজিবুল হক রাসেলসহ সিনিয়র ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলার বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটারদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গত ২৬ জুলাই। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় চাঁদপুর জেলা ও উপজেলার বিভিন্ন বয়সী প্রায় ২০০ জন ক্রিকেটার। পরবর্তীতে এদের থেকে এবং ২০২২ সালের বাছাইকৃত বিভিন্ন বয়সী ক'জন ক্রিকেটারকে নিয়ে ৩টি গ্রুপে ১৫০ জন ক্রিকেটার বাছাই করেন কর্মকর্তাগণ। বিসিবি থেকেই জেলাতে এদের নাম পাঠানো হয়। গত ক'দিন ধরে বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে ফরম পূরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ে গত ২৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় কোচ মমিনুল হকের মাধ্যমে চাঁদপুরের ক্রিকেটারদের বয়স বাছাই করা হয়েছে। বাছাই কার্যক্রমে বিসিবিরি বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ ছিলেন। জেলা ও উপজেলার বিভিন্ন স্কুল পড়ুয়া ক্রিকেটাররা ব্যাটিং, বোলিংসহ অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশ নেন। বিভাগীয় কোচসহ অন্যরা তাদের নাম নেন। তাদের থেকেই জেলার বিভিন্ন বয়সী উত্তীর্ণ ক্রিকেটারদের নামের তালিকা জেলাতে প্রেরণ করেন এবং তারাই আগামী মাসে মেডিকেলে অংশ নিতে পারবেন।
জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের মধ্যে যারা ফরম পূরণ করেছেন এবং আগামী মাসে মেডিকেলে অংশ নিবেন তারা হলেন : চাঁদপুর অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের ক্রিকেটার ফারহান মাহতাব, আব্দুল্লাহ, আল ফাহিম, সানজিদ ইসলাম, মিয়াদ খান, সিয়াম খান, আরাফাত মাহিন, ইফান, তাহমিদ, নাইম, তানভীর, দিপ্র, মাহিদুল, নাজমুল হোসেন, ইমন, অয়ন, আব্দুল্লাহ (২ ), রবিউল, দেবজিত, রবিউল ইসলাম, আরিয়ান খান, নিরব, তৌহিদুল, অনির্বাণ, অরন্দ, সাজু, মাহবুব আলম, আজিজ কবির, তৌসিফ, আব্দুল্লাহ হাসিব, লিজন, আরাফাত ইয়াসিন, অন্তর, তামিম, ফারহান আজিজ, আবরার, এহসান, শাহরিয়ার, জিসান, ফারহান, রাইয়ান, এজাজ, শাহজালাল, আসাবুল, সিয়াম, মুনতাসির, আহনাফ আবিদ, নুর ইসলাম, আয়েশ রহমান, রেজাউল, মুহিত ও খোরশেদ গাজী; চাঁদপুর অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দলের ক্রিকেটার আবরার রশিদ সাফি, ফারদিন জুবায়ের, তৌহিদুল, আদিল, সাজ্জাদুল, আব্দুল্লাহ আল জুবায়ের, অনিমেশ কর, নাফি, মুনতাসির, আহনাব চৌধুরী, রাতুল দাস, ইলিয়াছ, ইমতিয়াজ, মাহমুদুল, শেখ মাহমুদুল, আদনান, অমিত, রাব্বি, ইমন, ইয়াসিন, সোহেল, তামিম, জিহাদ, সাঈদ, জিজারি, দাইমান, হাবিববুল্লা, ফাহাদ, নাইমু, রাকিবুল, সাঈদ, তাহসিন, মারুফ, সিহাব, রিজন, রিজভী, সোহান, সামি মুন্সি, রিফাত, ফাহাদ, জাহান তালুকদার, রুহল, সাজিদ, মুসফিকুর, ফুয়াদ, ইরফান, রাফি, আবুবকর, মুরাদ ইসলাম, জিহাদ, খালেদ মাহমুদ, শাহাদাত, জিহাদ ও নাফিস হোসেন; চাঁদপুর অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলের ক্রিকেটার তানজিদ, সালাউদ্দিন, হাবিব, আঃ রহমান, ইনজামামুল, তানভীর, সালমান, মুসফিক, জিহাদ, রুদ্র, সাকিব, ফারদিন, মাহতাব, রাইয়ান, আল আমিন, আব্দুল্লাহ, ফিরাজ, হোসেন, সাকিব, রিয়াজ, তৌহিদ, মাহিন, রেজাউল, মুহিন, আল আমিন, শাহেদ আফ্রিদী, রাইয়ান খান, নবাব, নাইমুল, রাব্বি, সজিব, অমিয়, তাহমিদ, জিহাদ, সিফাত, রবিউল, মাহতাব আহমদ, রাব্বি, রাকিবুল, সোয়েব, মুয়াজ, ফারদিন খান, ফখরুদ্দিন ও রাসেল।
জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী এ প্রতিবেদককে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমেই সকল কিছু সকল জেলাতে হচ্ছে। বিসিবি থেকে আসা মেডিকেল বোর্ডের কর্মকর্তাগণ আগামী মাসে বয়সভিত্তিক যে সমস্ত ক্রিকেটারকে বাছাই করবেন তারাই পরবর্তীতে জেলা পর্যায়ের বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেট দলে খেলতে পারবেন।