প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলার বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটারদের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ২৬ জুলাই চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চাঁদপুর জেলা ও উপজেলার বিভিন্ন বয়সী প্রায় ২০০ জন ক্রিকেটার।
সারাদেশেই এভাবে বয়সভিত্তিক ক্রিকেটারদের বাছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি জেলায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সী ক্রিকেটারদের মেডিক্যালের মাধ্যমে বাছাই কার্যক্রম করা হয়। চাঁদপুর জেলায় এর আগেও বিভিন্ন বয়সের বেশ ক'জন ক্রিকেটারকে বাছাই করে রেখেছিলো বিসিবি। নতুনদের সাথে বিসিবি থেকে এদেরও নাম পাঠাবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ ও জেলা ক্রিকেট কোচ শামিম ফারুকীর সাথে মুঠোফোনে এ বিষয়টি নিয়ে আলাপকালে তিনি জানান, চট্টগ্রাম বিভাগীয় কোচ মমিনুল হকের মাধ্যমে চাঁদপুরের ক্রিকেটারদের বয়স বাছাই করা হয়েছে। বাছাই কার্যক্রমে বিসিবির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ছিলেন। জেলা ও উপজেলার বিভিন্ন স্কুল পড়ুয়া ক্রিকেটাররা ব্যাটিং, বোলিংসহ অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশ নেন। বিভাগীয় কোচসহ অন্যরা তাদের নাম নিয়েছেন সবার। তারাই বিভিন্ন বয়সের উত্তীর্ণ ক্রিকেটারদের নামের তালিকা জেলাতে প্রেরণ করবেন। যাদের নাম আসবে তারাই জেলার বয়সভিত্তিক দলের হয়ে খেলার সুযোগ পাবেন।
জেলার বয়সভিত্তিক কার্যক্রমে অংশ নেয়া বেশ ক'জন ক্রিকেটার এ প্রতিবেদককে জানান, আমরা স্কুলে পড়ার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন করে যাচ্ছি। ঢাকা ও চট্টগ্রাম থেকে যে স্যারেরা এসেছেন তারা আমাদের বিভিন্ন বিভাগের খেলাগুলো দেখেছেন। যারাই আমরা অংশ নিয়েছি, প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে খেলা দেখার পর তারা নাম নিয়েছেন। তবে আমরা এ ধরনের বাছাই কার্যক্রমের পাশাপাশি নিয়মিত ক্রিকেট লীগ ও টুর্নামেন্টের আয়োজন দেখতে চাই।