শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩
প্রেস বিজ্ঞপ্তি ॥

মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ফুটবল টিম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলায় চট্টগ্রাম মেরিন কলেজকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। মঙ্গলবার (১ আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রামের বড়পোল হালিশহরস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় পূর্ণসময়ে ১-১ গোলে ড্র হয়। চাঁদপুর সরকারি কলেজের পক্ষে গোলটি করেন তৌসিফ ইসলাম সজিব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে চাঁদপুর সরকারি কলেজ জয়লাভ করে।

চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ফুটবল টিমের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই জয় চাঁদপুর সরকারি কলেজ পরিবার এবং চাঁদপুরবাসীর জয়। আশা করছি আগামী দিনেও তোমরা তোমাদের সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে। আমরা পাশে আছি, থাকব। আশা করছি চাঁদপুর সরকারি কলেজ জাতীয় পর্যায়ে খেলবে এবং সেজন্য সকল ধরণের সহযোগিতা কলেজ প্রশাসন করবে।’

উল্লেখ্য, ক্রীড়া শিক্ষক স্বপন কুমার সাহার নেতৃত্বে চাঁদপুর সরকারি কলেজ ফুটবল টিমের ২২ সদস্য বিভাগীয় পর্যায়ে খেলার জন্য চট্টগ্রাম অবস্থান করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়