শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০

অরুণ নন্দী সুইমিংপুলের সংস্কার কাজ চলছে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

প্রায় ১৬ বছর পর সংস্কার কাজ শুরু হয়েছে বিশ্বখ্যাত সাঁতারু অরুণ নন্দীর নামে নামকরণকৃত চাঁদপুর অরুণ নন্দী সুইমিং পুলের। প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এ কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

মুক্তিযোদ্ধা ও সাবেক বিশ্বখ্যাত প্রয়াত সাঁতারু অরুণ নন্দী তাঁর জীবদ্দশায় অনেক প্রতিকূলতার মাধ্যমে তার নিজের জেলায় এ সুইমিংপুলটি এনেছিলেন ওই সময়ের সরকারের মাধ্যমে। তার একান্ত পরিশ্রমের কারণেই এ জেলাতে সুইমিংপুল করার উদ্যোগ নিয়েছিলো জাতীয় ক্রীড়া পরিষদ। চাঁদপুর জেলার কৃতী সন্তান প্রয়াত অরুণ নন্দী মারা গেছেন অনেক দিন আগেই। তার মৃত্যুর সাথে সাথেই যেন তাঁর স্মৃতিবিজড়িত ইলিশ নগরীর অরুণ নন্দী সুইমিংপুলটিতে জীর্ণদশা শুরু হয় এবং অবহেলা-অযত্নও চলতে থাকে। ভালো থাকাবস্থায় সুইমিংপুলটিতে বেশ ক'টি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিলো। পরবর্তীতে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাথে চাঁদপুর পৌরসভার বিদ্যুৎ ও পানির বিলের বকেয়া নিয়ে সমস্যা হওয়ার পর দীর্ঘদিন ধরেই অচলবস্থার শিকার হয় এ সুইমিংপুলটি।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক কমিটির কাছ থেকে চাঁদপুরের শিশুসহ অন্য বযসীদের সাঁতার শেখা ও দীর্ঘমেয়াদিী প্রশিক্ষণের জন্যে অরুণ নন্দী সুইমিংপুলটি ২০১২ সালের পর ভাড়া নিয়েছিলো চাঁদপুর সাঁতার পরিষদ। চাঁদপুর সাঁতার পরিষদ যে ক'দিন এই সুইমিং পুলের দায়িত্বে ছিলো সেই সময়টুকুতে চাঁদপুর জেলা ও উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত এই সুইমিংপুলটিতে সাঁতার প্রশিক্ষণে অংশ নিয়েছে। এতে কিছু সাতাঁরু সৃষ্টি হয়েছে। যে ক'দিন চাঁদপুর সাঁতার পরিষদের তত্ত্বাবধানে ছিল, সেই সময়ে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির অনেক সিনিয়র কর্মকর্তা সহ প্রশাসনের অনেক কর্মকর্তাও নিয়মিত সুইমিংপুলে এসেছেন। চাঁদপুর সাঁতার পরিষদের আয়োজনে দিনব্যাপী সাঁতার সহ বিভিন্ন ধরনের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় জেলা শহরে প্রায় সাড়ে ৮ কোটি টাকার এতো বড়ো কাজের বিষয়টি সকলের জানা নেই। জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে চাঁদপুর জেলা স্টেডিয়াম ও সুইমিংপুলের অধিকতর উন্নয়নসহ ইনডোর স্টেডিয়াম ও টেনিস কোট নির্মাণ শীর্ষক প্রকল্পের অধীন চাঁদপুর জেলা স্টেডিয়াম ও সুইমিংপুলের অধিকতর উন্নয়ন কাজ সম্বলিত একটি ব্যানার সাঁটানো হয়েছে সুইমিংপুলের উপরে। সেখানে লিখা আছে, এনওএ প্রদানের তারিখ ২০২৩ সালের ১২ জানুয়ারি ও কাজের মেয়াদকাল ২০২৪ সালের জুন পর্যন্ত।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, গত ১৪ থেকে ১৫ দিন আগে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলীগণ চাঁদপুর সুইমিংপুলে এসে ঠিকাদারদের কাজের বিষয় বুঝিয়ে গেছেন। এরপর গত ২১ জুলাই বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল সুইমিংপুলের সংস্কার কাজ পরিদর্শন করতে যান।

শনিবার দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়াম সংলগ্ন অরুণ নন্দী সুইমিংপুলে গিয়ে দেখা যায় যে, পুলের নিচের টাইলস উঠানোর কাজ করছেন শ্রমিকরা। এছাড়া মাঠে ইট সুরকি ও লোহার রড দিয়ে শ্রমিকরা বিভিন্ন কাজ করছেন।

অরুণ নন্দী সুইমিং পুলের সংস্কার কাজ নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, সুইমিংপুলের সকল কিছুই সংস্কার করা হবে। সুইমিংপুলের ৩ পাশে গ্যালারি করা হবে, দর্শকরা যাতে গ্যালারিতে বসে সাঁতার উপভোগ করতে পারে। এছাড়াও ইনডোর সহ স্টেডিয়ামের অন্যান্য উন্নয়নমূলকও কাজ করা হবে এ প্রকল্পের মাধ্যমে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়