শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০

‘নয়াহাট যুব সংঘ স্পোর্টিং ক্লাবে’র আত্মপ্রকাশ
শামীম হাসান ॥

ফরিদগঞ্জের ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের নয়াহাট বাজারে ‘নয়াহাট যুব সংঘ স্পোর্টিং ক্লাব’ নামে একটি ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নয়াহাট বাজারের ডি.সি. মার্কেটের একটি কক্ষে আয়োজিত সভায় এই ক্লাব গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সভার দ্বিতীয় অধিবেশনে আগামী এক বছর ক্লাব পরিচালনার জন্যে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়৷

সাংগঠনিক সূত্রে জানা যায়, ৯ নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নে ফুটবলের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ফুটবল উন্নয়নে কাজ করবে ক্লাবটি। সেই সাথে অবদান রাখতে চায় সামাজিক কর্মকাণ্ডেও।

সদ্য গঠিত ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ যাদের ঐকান্তিক প্রচেষ্টায় গঠিত হয়েছে ক্রীড়া সংগঠনটি, তাদের মধ্যে উল্লেখযোগ্য ক'জন হলেন : ৯নং গোবিন্দপুর (উঃ) ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ পুতুল সরকার, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর সরকার কামরুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সাজুউদ্দিন রিয়াদ মিজি, ৯নং গোবিন্দপুর (উঃ) ইউনিয়ন পরিষদের সহকারী সচিব ইউছুফ সরকার রুবেল, ৯নং গোবিন্দপুর (উঃ) ইউনিয়নের উদ্যোক্তা মিলন হোসেন বেপারী, লেখক ও সাংবাদকর্মী কেএম নজরুল ইসলাম, সাবেক খেলোয়াড় হাবিবুর রহমান এবং ৯নং গোবিন্দপুর (উঃ) ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাঞ্চন সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়