শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
শামীম হাসান ॥

ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৬ জুলাই রোববার সংগঠনটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়ার স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে আগামী দুই বছরের জন্যে ১৭ সদস্য বিশিষ্ট চূড়ান্ত কমিটি অনুমোদন দেয়া হয়। এর আগে ২৬ এপ্রিল জিয়াউর রহমান জিয়াকে সভাপতি, মোঃ জাহিদুল ইসলাম রাসেলকে সাধারণ সম্পাদক এবং গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। সেমতে গঠন করা হয়েছে কার্যনির্বাহী কমিটি। এ কমিটির অন্য সদস্যরা হলেন--সহ-সভাপতি : দ্বীন মোহাম্মদ সোহেল গাজী, অর্থ সম্পাদক : শামীম হাসান, দপ্তর সম্পাদক : জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক : আবদুল্লাহ আল নোমান শান্ত, সহ-ক্রীড়া সম্পাদক : সাইবুর রহমান রনি, সমাজকল্যাণ সম্পাদক : আব্দুর রহমান শ্রাবণ, প্রচার সম্পাদক : আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য : আহসান হাবিব, আনোয়ার হোসেন সজিব, রেজাউল করিম, জসিম উদ্দিন, মামুনুর রশীদ রাসেল, মনোয়ার হোসেন সোহাগ ও সাদ্দাম হোসেন।

সাংগঠনিক সূত্রে জানা যায়, করোনার পরবর্তী সময়ে নিয়মিত মাঠে খেলা ফেরানোটা দুষ্কর ছিলো। এখন মোটামুটি মাঠে খেলা ফিরেছে। গত কয়েক মাসে সপ্তাহের অধিকাংশ দিনগুলোতেই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন দলের সাথে নিয়মিতই হচ্ছে প্রীতি ম্যাচ। শুধু উপজেলার দলগুলোই নয়, ঢাকার নাইনটি নাইন স্পোর্টস্ ক্লাব, বান্দরবানের একটি ফুটবল একাডেমি এবং পার্শ্ববর্তী রায়পুর উপজেলার প্রতিনিধিত্ব করা একটি দলের সাথেও হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন। যা ফরিদগঞ্জ সদরস্থ ক্রীড়াঙ্গনকে চাঙ্গা রাখতে বড় ভূমিকা রাখছে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল এই প্রতিবেদককে জানান, ২০২৩ সালে কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ ক্লাবের সাবেক নেতৃবৃন্দ ও খেলা সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে ক্রীড়াঙ্গনে সুখময় এক নয়া যাত্রা শুরু করতে চাই। আমাদের কমিটির প্রথম কাজই হলো মাঠের খেলায় সক্রিয় থাকা। মাঠে নিয়মিত খেলা চালানোর পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে সার্বজনীন অংশগ্রহণমূলক টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা। আমরা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি আগামী শুক্রবার (২২ জুলাই) বিকেলে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করার। এর মাধ্যমে আমাদের নয়া কমিটির নতুন উদ্যোগে নয়া যাত্রা শুরু হবে বলে প্রত্যাশা করছি।

উল্লেখ্য, ২২ জুলাই শনিবার বিকেলে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক একাদশের প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় জমকালো অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে ক্লাবটির নবগঠিত নয়া কমিটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়