শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০

চরভাগল সুপারলীগের চ্যাম্পিয়ন সিনিয়র একাদশ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

ফরিদগঞ্জের চরভাগল সুপারলীগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে সিনিয়র একাদশ। শুক্রবার ১৪ জুলাই নয়াহাট কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারুণ্য একাদশ টিমকে হারিয়ে সিনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়।

গত ২৮ জুন এলাকার ৪টি দলকে নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। দলগুলো ছিলো : প্রবাসী একাদশ, তারুণ্য একাদশ, সিনিয়র একাদশ ও ভাই বন্ধু একাদশ। ফাইনাল ম্যাচের পুরস্কার দেয়া হয় চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির রানিং অডিটর মোঃ শিপন বাবুর পক্ষ থেকে।

ফাইনাল ম্যাচে তারুণ্য একাদশকে ২-০ গোলে হারিয়ে সিনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় তারুণ্য একাডেমী প্রথম গোলটি আত্মঘাতী খেলেও ২য় গোলটি করেন সিনিয়র একাদশের শিপন বাবু। খেলা পরিচালনা করেন রেফারি মাসুদ রানা।

টুর্নামেন্টের সেমি-ফাইনালে প্রবাসী একাদশকে তারুণ্য একাদশ টাইব্রেকারে হারিয়ে এবং অপর সেমি-ফাইনালে সিনিয়র একাদশ টাইব্রেকারে ভাই বন্ধু একাদশকে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোঃ শিপন বাবু।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াহাট বাজারের সিনিয়র খেলোয়াড় মোঃ মাসুদ রানা, মোঃ রাসেল বেপারী, মোঃ আব্দুর রহমান, মোঃ শান্ত ছৈয়াল, মোঃ রাজন ছৈয়াল, মোঃ আলাউদ্দিন পাটওয়ারী, মোঃ ফিরোজ খান, মোঃ আক্তার খলিফা ও সাজু আহমেদ রবি মিজি সহ অন্য অতিথিবৃন্দ।

চরভাগল সুপার লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ সিজন-এর আয়োজনের দায়িত্বে ছিলেন মোঃ শিপন বাবু, মোঃ রবিউল মিজি, রাহাদ মিজি, আরমান হোসেন, শিমুল পাঠান, নাইম পাঠান, ফরহাদ, সাহেদ, ইয়াছিন, তানভীর, নিরব ও মবিন।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড়রা হলেন--সিনিয়র একাদশ : মোঃ শিপন বাবু (অধিনায়ক), মোঃ রবিউল মিজি, রাহাদ হোসেন, রাব্বি খান, শিমুল পাঠান, সোহান ছৈয়াল, আবিদ খান, সিয়াম মিজি, সহিদ পাঠান, পারভেজ, আরমান, সাকিল ও রাকিব।

তারুণ্য একাদশ : মোঃ ফরহাদ (অধিনায়ক), সাহেদ মিজি, তানভীর হোসেন, নিরব গাজী, মবিন মিজি, ফরিদ গাজী, ইয়াছিন খান, সায়েম মিজি, নাইম, রাফি মিজি ও ইমান মিজি।

প্রবাসী একাদশ : মোঃ ওয়াসিম খান (অধিনায়ক), মামুন মিজি, লিটন খান, মহসিন খান, সোহাগ হোসেন, সোহেল গাজি, স্বপন হোসেন হিরু, কামাল পাঠান, সোহেল মিজি, রিয়াদ পাটওয়ারী ও মনোয়ার।

ভাই বন্ধু একাদশ : মোঃ নবী আলম (অধিনায়ক), সিয়াম মিজি, রায়হান পাঠান, ফরিদ হোসেন, ফরহাদ, ইয়াছিন, নাইম পাঠান, রাব্বি ও সোহান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়