শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০

শাহরাস্তিতে ২১ জুলাই শুরু হচ্ছে প্রিমিয়ার লীগ টেপ-টেনিস টি-টুয়েন্টি
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আগামী ২১ জুলাই শুক্রবার থেকে শাহরাস্তিতে শুরু হচ্ছে শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ-টেনিস টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর। টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা ও রানার আপ দল পাবে ২৫ হাজার টাকা। টুর্নামেন্টের খেলাগুলো অনলাইন স্পোর্টসের মাধ্যমে দেখা যাবে বলে আয়োজক ও শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু জানিয়েছেন।

টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। দলগুলো হলো : সিএন ফ্রেন্ডস সার্কেল একাদশ, চাটখিল প্রবাসী কিংস ফাউন্ডেশন, চিতোষী রাজধানী স্পোর্টিং ক্লাব, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব, গোল্ডেন স্টার একাদশ, রাগৈ স্পোর্টিং ক্লাব, বরুড়া সূর্যমুখী ক্লাব, বসুপাড়া স্পোর্টিং ক্লাব, সূচিপাড়া ক্রীড়া সংস্থা, রাইজিং স্টার, সূচিপাড়া চলো বহুদূর, সূচিপাড়া পাথৈর ফাইভ স্টার ক্লাব, উপলতা স্পোর্টিং ক্লাব, টাইগার স্পোর্টিং ক্লাব, ইলেভেন স্টার একাদশ, রায়শ্রী টাইগার্স ক্রিকেট ক্লাব, কাকৈরতলা স্পোর্টিং ক্লাব, শাহরাস্তি থানা একাদশ, সবুজ সংঘ একাদশ, মুজাফ্ফরগঞ্জ স্পোর্টিং ক্লাব, প্রবাসী একাদশ, উঘারিয়া স্পোর্টিং ক্লাব, উনকিলা স্পোর্টিং ক্লাব, খেড়িহর একতা একাদশ, বেরনাইয়া ইয়ং স্টার ক্লাব, সোনালী অতীত ক্লাব, কুমোরতলা টাইগার ক্লাব, নগর বাউল স্পোর্টিং ক্লাব, সিটি বয়েজ চাঁদপুর, মনোহরপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব, শাহরাস্তি স্পোর্টিং ক্লাব, মিজান একাদশ ও সূচিপাড়া একাদশ।

টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন মিঠু জানান, ক্রিকেটের নিয়ম অনুযায়ী খেলাগুলো হবে। প্রত্যেক দলেরই আলাদা আলাদা জার্সি থাকবে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অতিথিবৃন্দ। আরো থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুইজন তারকা ক্রিকেটার ও ঢাকা থেকে আগত কয়েকটি ক্লাবের কর্মকর্তাবৃন্দ। সব খেলা অনলাইনে সম্প্রচার করা হবে। আধুনিক ড্রোন ক্যামেরা ও টিভি ক্যামেরার মাধ্যমে খেলার লাইভ সম্প্রচার করা হবে। খেলার জন্যে মাঠ ও উইকেট তৈরির কাজ প্রায় শেষ। মাঠের চারদিকে বিলবোর্ড সহ খেলার প্রচারের জন্যে বিভিন্ন সাইনবোর্ডও সাঁটানো হয়েছে।

টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ মোঃ কামরুল হাসান মিলন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ও প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমী ও ভিক্টোরিয়ান্সের সহকারী কোচ আতিকুর রহমান, ক্রীড়া সংগঠক ও ইন্দিরা রোড ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক আবদুল মাজিদসহ অন্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক অতিরিক্ত সচিব ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি খোদেজা আক্তার খানম।

এই টুর্নামেন্ট সফলভাবে শেষ করার জন্যে প্রশাসনিকভাবে সব ধরনের সহযোগিতা করবেন উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ, শাহরাস্তি উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গ। এইভাবে ক্রিকেটার সাদ্দাম সকলের সহযোগিতায় উপজেলাতে বড় ধরনের ক্রিকেট আয়োজন করতে যাচ্ছেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী কয়েকটি ক্লাবের কর্মকর্তাদের সাথে এ প্রতিবেদকের মুঠোফোনে আলাপকালে তারা জানান, এই প্রথমবারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাহরাস্তি উপজেলাতে ব্যয়বহুলভাবে টেপ টেনিস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে। টুর্নামেন্টে প্রত্যেক দলেই বিপিএলসহ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ক্লাবের অনেক ক্রিকেটারকেই বিভিন্ন ম্যাচে খেলতে দেখা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়