প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০
চলতি বছর নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। সেই ফাইনাল খেলাতে দেশের ৩৪৮ টি উচ্চ বিদালয়ের মধ্যে রানার্সআপ হয়েছে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল। আর সেই ক্রিকেট দলের ক্রিকেটারদেরকে পবিত্র ঈদুল আজহার পর সংবর্ধনা দিবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাথীদের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তারা জানান, জুলাই মাসের ৮ বা ৯ তারিখে দলের ক্রিকেটারদেরকে সংবর্ধনা দিবে। সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাসউদ্দিনও।
চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয় চলতি বছর প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলায় অংশ নিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেয়। পরবর্তীতে বিভাগীয় পর্যায় থেকেই জাতীয় স্কুল ক্রিকেটে খেলার সুযোগ লাভ করে। জাতীয় পর্যায়ে দলটি রানার্স আপ হয় এবং দলের ক্রিকেটাররা জাতীয় পর্যায়ে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেন । সেই দলের ক্রিকেটারদেরকেই তথা জেলা পর্যায়ে প্রথম কোনো জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে খেলা দল ও দলের খেলোয়াড়দেরকে সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। আর এই মূল আয়োজনের দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবরসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
জাতীয় পর্যায়ে স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়া চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলের খেলোয়াড়রা হলেন : সালমান, আইয়ান, মাহমুদুল হাসান, আইমন, সিফাত, রাফিদ, ইয়াসিন, মাহান গাজি, হামিম, মুনতাসির, রজত, হামজালা, অতুন সাহা ও আবদুর রাজ্জাক নিলয়। কোচণ্ডপলাশ কুমার সোম।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবরের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, ক্রিকেটের কারণেই যেমন বাংলাদেশকে সহজেই বিশ্ববাসী চিনে তেমনি জাতীয় পর্যায়ের স্কুল ক্রিকেটের ফাইনালে ওঠা চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের কারণে এখন দেশবাসী চাঁদপুরকে সহজেই চিনে। আমাদের বিদ্যালয়ের ক্রিকেটাররা এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলোতে জেলা পর্যায় থেকেই ভালো খেলা উপহার দিয়েছেন। দলের প্রত্যেক খেলোয়াড়ই ভালো খেলেছেন। আশা করি আগামীতে দলের খেলোয়াড়রা আরো ভালো কিছু করবে। আমরা নিজেরা অনেক প্রাক্তন শিক্ষার্থীর সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়া স্কুলের ক্রিকেটারদেরকে সংবর্ধনা দেয়ার বিষয়টি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সংগঠক আমিনুর রহমান বাবুলের সাথে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, আমি জেলা পর্যায় থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত দলের খেলাগুলো চলাকালীন খেলোয়াড়দেরকে উৎসাহ সহ বিভিন্ন সময় সাহস দিয়েছি। দলের প্রত্যেক খেলোয়াড়ই এবারের টুর্নামেন্টে ভালো খেলা উপহার দিয়েছেন। তারা ফাইনাল ম্যাচেও ভালো খেলেছেন। খেলার মধ্যে জয়-পরাজয় থাকবেই। আগামীতে তারা আরো ভালো করবে বলে আমি আশা করি। বিদ্যালয়ের শিক্ষার্থী সহ খেলোয়াড়দের জন্যেই সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থীরা। আমি মনে করি, যারা সংবর্ধিত হবে তাদেরকে দেখে বিদ্যালয়পড়ুয়া অন্যান্য শিক্ষার্থী উৎসাহ পাবে।