প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সাবেক ফুটবলার রোটারিয়ান কাজী মাঈনুল হক জীবন। গত ২০ জুন চাঁদপুর জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডঃ রুহল কবির রিজভী।
চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকার বাসিন্দা কাজী জীবন ছোটকাল থেকেই খেলাধুলার সাথে জড়িত রয়েছেন। একজন ফুটবল খেলোয়াড় হিসেবে ইলিশ নগরী চাঁদপুর সহ ঢাকার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। একজন ফুটবলার ও ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন ক্লাবের খেলোয়াড় সহ ক্রীড়া সংগঠক ও অসচ্ছল ক্রীড়াবিদদের সহযোগিতা করে যাচ্ছেন তিনি। খেলাধুলা করাবস্থায়ই তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। বর্তমানে খেলাধুলা ও একজন দক্ষ ক্রীড়া সংগঠকের পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত রয়েছেন। চাঁদপুরের সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব, চাঁদপুরের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
কাজী মাঈনুল হক জীবনের সাথে এ প্রতিবেদকের আলাপকালে জানা যায় যে, তার বাসা চাঁদপুর সরকারি কলেজের পাশে হওয়াতে স্কুল জীবন থেকেই তিনি ফুটবলের সাথে জড়িয়ে পড়েন। তারা যখন ফুটবল খেলতেন, তখন এদেশে ছিলো ফুটবলের জয়জয়কার। স্কুল ও কলেজ জীবনে নিজ স্কুল ও কলেজ দল সহ জেলা ফুটবল লীগ এবং জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন টুর্নামেন্টেই তিনি মূল একাদশে খেলেছেন। তিনি চাঁদপুর জেলা শহরের কোড়ালিয়ার স্থানীয় একটি ক্লাব, বিষ্ণুদী ক্লাব, চাঁদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে জেলা সদরস্থ স্টেডিয়ামে ও চাঁদপুর কলেজ মাঠ সহ জেলার ৮ উপজেলার বিভিন্ন খেলার মাঠে বিভিন্ন দলের হয়ে মাঠ মাতিয়েছেন। তিনি চাঁদপুর সহ ঢাকার মাঠে দীপালী যুব সংঘ, চয়ন্তিকা, শান্তিনগর ও ফায়ার সার্ভিস দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন।
চাঁদপুর কণ্ঠের ক্রীড়া প্রতিবেদকের সাথে জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া জীবনের সাথে আলাপকালে তিনি বলেন, আমি ছোটকাল থেকেই খেলাধুলার সাথে জড়িয়ে পড়ি। এখনও খেলাধুলার মাঠ ছাড়িনি। যখনই খেলাধুলার আয়োজন করা হয়, সাথে সাথে ছুটে আসি। চাঁদপুর সোনালী অতীত ক্লাবের হয়ে এখনও ফুটবল খেলি। গত ক'বছর ধরে ঢাকা সোনালী অতীত ক্লাবের আয়োজনে জেলা শহর সহ বন্দর নগরী চট্টগ্রাম, রাজধানী ঢাকা, বরিশাল, খুলনা, কক্সবাজার সহ বিভিন্ন স্থানে ফুটবল খেলে যাচ্ছি। আমি ছোটকাল থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের গড়া আমার প্রিয়দল বিএনপির সাথে জড়িত রয়েছি। চাঁদপুর জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে কেন্দ্রীয় বিএনপির নেতা ও চাঁদপুর জেলা বিএনপির দুর্দিনের কাণ্ডারী কারানির্যাতিত নেতা শেখ ফরিদ আহমেদ মানিক সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমাকে যে তাদের পাশে রেখেছেন, আমি তাদের সহ কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দায়িত্ব নেয়ার পরই চেষ্টা করবো দলের পক্ষ থেকে এবং নিজ উদ্যোগে জেলা সদর সহ উপজেলাগুলোতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করা। এজন্যে আমি সকলের সহযোগিতা ও পরামর্শ আশা করছি ।