শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০

শাহরাস্তিতে শুরু হচ্ছে প্রিমিয়ার লীগ টেপ-টেনিস টি-টুয়েন্টি ক্রিকেট
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আগামী ১২ জুলাই থেকে শাহরাস্তিতে শুরু হচ্ছে শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ-টেনিস টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর। টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা ও রানার আপ দল পাবে ২৫ হাজার টাকা। টুর্নামেন্টের খেলাগুলো অনলাইন স্পোর্টসের মাধ্যমে দেখা যাবে বলে আয়োজক ও ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু জানিয়েছেন।

জানা যায়, সোমবার পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়ার জন্যে প্রায় ২৩ টি দল নিবন্ধন নিশ্চিত করেছে। দলগুলো হলো : অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব, উপলতা স্পোর্টিং ক্লাব, পাথৈর ফাইভ স্টার ক্লাব, ঠাকুরবাজার স্পোর্টিং ক্লাব, চলো বহুদূর সূচিপাড়া, বসুপাড়া স্পোর্টিং ক্লাব, উঘারিয়া স্পোর্টিং ক্লাব, সূচিপাড়া ক্রীড়া সংস্থা, আরএম ড্রাগ হাউস, হাসনাবাদ স্পোর্টিং ক্লাব, চিতোষী স্পোর্টিং ক্লাব, রায়শ্রী ক্রীড়া সংঘ, রহিমানগর স্পোর্টিং ক্লাব, কালীবাড়ি টাইগার ক্লাব, হৃদয় একাদশ, ১১ স্টার একাদশ, শাহিন ডিপার্টমেন্টাল স্টোর একাদশ, শাহরাস্তি থানা পুলিশ একাদশ, সিটি একাদশ, আয়নাতলী স্পোর্টিং ক্লাব, কাকৈরতলা স্পোর্টিং ক্লাব ও সবুজ সংঘ একাদশ, উনকিলা ইয়াং স্টার। ৩২ টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে।

টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন মিঠু জানান, ক্রিকেটের নিয়ম অনুযায়ী খেলাগুলো হবে । প্রত্যেক দলেরই আলাদা আলাদা জার্সি থাকবে। টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা পর্যায়ের অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুজন তারকা ক্রিকেটার ও ঢাকা থেকে আগত ক’টি ক্লাবের কর্মকর্তাবৃন্দ। সব খেলা অনলাইনে সম্প্রচার করা হবে।

এই টুর্নামেন্ট সফলভাবে শেষ করার জন্যে প্রশাসনিকভাবে সব ধরনের সহযোগিতা করবেন উপজেলা নির্বাহী অফিসার ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ। এছাড়া এলাকার সম্মানিত ব্যক্তিবর্গও সহযোগিতা করবেন বলে আশা করা যাচ্ছে। এভাবে সাদ্দাম হোসেন মিঠু সকলের সহযোগিতায় শাহরাস্তিতে এ ধরনের বড় আয়োজন করতে চান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়