শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০

জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক দলে সুযোগ পাবে বিদ্যালয়ের ক্রিকেটাররা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি সহ জেলা শহরের একটি প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন মোঃ আব্বাসউদ্দিন। বিদালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কমকাণ্ডে রয়েছে তার বিভিন্ন ধরনের সহযোগিতা। তিনি ২০০৬ সালের ১ জানুয়ারি বিদ্যালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই বিদ্যালয়টি পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও অনেক দূর এগিয়েছে। জেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন তিনি। আর তাঁর প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাবস্থায় এবার জাতীয় পর্যায়ে বিদ্যালয়টি স্কুল ক্রিকেটের ফাইনালে অংশ নিয়ে রানারআপ হয়েছে। বিদ্যালয়টির ক্রিকেট দল যখন জেলা পর্যায় থেকে খেলা শুরু করে, তখন থেকেই দেখা গেছে মাঠে অনুশীলন চলাকালে তিনি খেলোয়াড়দের পাশে রয়েছেন। আর ক্রিকেট ম্যাচ চলাকালে তিনি সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে মাঠে সশরীরে উপস্থিত থেকেছেন। তাঁর আমলেই চলতি বছর জাতীয় পর্যায়ে স্কুল ক্রিকেটে হয় রানার্সআপ এবং ২০২২ সালে জাতীয় পর্যায়ে দাবাতে বিদ্যালয়ের অবস্থান হয় তৃতীয়।

ক্রীড়াকণ্ঠ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, ২০০৬ সালের জানুয়ারি মাসে যখন আমি বিদ্যালয়ের কর্মভার গ্রহণ করি, সাথে সাথে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিদ্যালয়টি যাতে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি। এ সমস্ত কর্মসূচি বাস্তবায়নে বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তা, শিক্ষক-কমচারী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বিদ্যালয়ের শুভাকাক্সক্ষী এবং চাঁদপুরবাসী বিভিন্ন পর্যায়ে পরামর্শ ও সহযোগিতা করে গেছেন। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ দলটি জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার আগে বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন। মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণায় এ বিজয়ের পথে তিনি আমাদের সারথি হয়েছেন। আমাদের বিদ্যালয়ের ছেলেদের ফাইনাল ম্যাচের উজ্জ্বল পারফমেন্স চাঁদপুর সহ সারাদেশবাসীকে মুগ্ধ করেছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাবেক ছাত্র অ্যাডঃ সেলিম আকবর , বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান বাবুল খেলা চলাকালীন সময়ে সবসময়ই খোঁজ-খবর রেখেছেন।

জনাব আব্বাস উদ্দিন বলেন, বিসিবির পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশ্বস্ত করেছেন, জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ও ১৮ দলে আমাদের বিদ্যালয়ের ৪ থেকে ৫ জন ক্রিকেটার খেলার সুযোগ পাবে। এটাই বিদ্যালয়ের বড় প্রাপ্তি। আর আমি আশা করি, জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক ক্রিকেট দলে এবার আমাদের বিদ্যালয়ের ক্রিকেটারই খেলার সুযোগ পাবে। আমাদের বিদ্যালয়ের ক্রিকেট সহ অন্য যে সকল বিষয়ে জয়ের ধারা অব্যাহত রয়েছে, সেই ধারাবাহিকতা যেনো ধরে রাখতে পারি সেজন্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়